রামকৃষ্ণ দেবের আবির্ভাব তিথি পালন
অতনু হাজরা, পাড়াতল : পূর্ব বর্ধমান জেলার জামালপুরের পাড়াতল অঞ্চল স্বামী বিবেকানন্দ সেবাশ্রমে আজ যুগাবতার পরম পুরুষ রামকৃষ্ণ পরমহংস দেবের আবির্ভাব তিথি উপলক্ষ্যে বিশেষ পূজার আয়োজন করা হয়। এই আশ্রমেই চলে বাচ্চাদের একটি প্রাইমারি স্কুল। স্কুলের বাচ্চাদের নিয়ে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
নাচ, গান, কবিতা ও রামকৃষ্ণ দেবের জীবনীর ওপর আলোচনা করা হয়। আশ্রমের অন্যতম সদস্য পীযুষ ঘোষ জানান, বর্তমান সময়ে ছেলেমেয়েরা যাতে ছোট থেকেই ঠাকুর, মা ও স্বামীজীর মত, পথ ও আদর্শ অনুধাবন করতে পারে সেই ভাবেই তাঁরা প্রচেষ্টা করে যাচ্ছেন।
1 Comments
RBC – How it worked, how you lost millions, how to play, all games
ReplyDeleteRBC – How it worked, how 전라북도 출장안마 you 사천 출장안마 lost millions, how to 여주 출장샵 play, all games, 안동 출장샵 casino, casino, slots. RBC – How it worked, how you lost millions, how to play, 안양 출장안마 all games, casino, slots.