Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রামকৃষ্ণ দেবের আবির্ভাব তিথি পালন


 

রামকৃষ্ণ দেবের আবির্ভাব তিথি পালন 


অতনু হাজরা, পাড়াতল : পূর্ব বর্ধমান জেলার জামালপুরের পাড়াতল অঞ্চল স্বামী বিবেকানন্দ সেবাশ্রমে আজ যুগাবতার পরম পুরুষ রামকৃষ্ণ পরমহংস দেবের আবির্ভাব তিথি উপলক্ষ্যে বিশেষ পূজার আয়োজন করা হয়। এই আশ্রমেই চলে বাচ্চাদের একটি প্রাইমারি স্কুল। স্কুলের বাচ্চাদের নিয়ে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। 

নাচ, গান, কবিতা ও রামকৃষ্ণ দেবের জীবনীর ওপর আলোচনা করা হয়।  আশ্রমের অন্যতম সদস্য পীযুষ ঘোষ জানান, বর্তমান সময়ে ছেলেমেয়েরা যাতে ছোট থেকেই ঠাকুর, মা ও স্বামীজীর মত, পথ ও আদর্শ অনুধাবন করতে পারে সেই ভাবেই তাঁরা প্রচেষ্টা করে যাচ্ছেন।