Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিধায়কের উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির


 

বিধায়কের উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির 


অতনু হাজরা, খন্ডঘোষ : পূর্ব বর্ধমান জেলার তৃণমুল যুব সভাপতি তথা জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝির উদ্যোগে তাঁর নিজস্ব অঞ্চলে অর্থাৎ খণ্ডঘোষ ব্লকের কৈয়র অঞ্চলের শংকরপুর গ্রামে শঙ্করপুর বিবেকানন্দ সাধারণ পাঠাগারের পরিচালনায় একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।  এই শিবির করতে সম্পূর্ণভাবে সহায়তা করেন কলকাতার পিয়ারলেস হসপিটাল। 


মূলত হৃদরোগ, সাধারণ মেডিসিন ও চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকরা আজ উপস্থিত সকল মানুষের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেন। এই শিবির ঘুরে দেখতে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম, জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায়, ব্লকের যুব সভাপতি শুভেন্দু পাল, সহ সভাপতি রাধাকান্ত মন্ডল,  প্রধান আগমনী চক্রবর্তী, উপ প্রধান শাজাহান মন্ডল সহ অনেকে। 

প্রত্যেকের প্রেসার ও ব্ল্যাড সুগার মাপা হয়। অলোক বাবু বলেন মাননীয়া মুখ্যমন্ত্রী সবসময়ই বিধায়ক সহ সকল নেতৃত্বদের সাধারণ মানুষের পাশে থাকার কথা বলছেন। তাঁরা তাঁর সেই নির্দেশ মেনে চলার চেষ্টা করছেন মাত্র। তিনি আরো বলেন অনেক মানুষেরই ভালো ডাক্তার দেখাবার সামর্থ্য থাকে না। তাই এই ধরণের স্বাস্থ্য পরীক্ষা শিবির তাদের জন্য খুবই প্রয়োজনীয়। তিনি বলেন তাঁর এই কাজে তাঁকে ব্লক নেতৃত্ব যথেষ্ট সাহায্য করেছেন। এই ধরণের স্বাস্থ্য পরীক্ষা শিবিরে ডাক্তারবাবুদের দেখিয়ে এলাকার মানুষ খুবই খুশি।