মেমারি পৌরসভার নবনির্বাচিত বোর্ডের সদস্যরা শপথ নিলেন

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

মেমারি পৌরসভার নবনির্বাচিত বোর্ডের সদস্যরা শপথ নিলেন


 

মেমারি পৌরসভার নবনির্বাচিত বোর্ডের সদস্যরা শপথ নিলেন 


সেখ সামসুদ্দিন, মেমারি : পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলররা আজ শপথ গ্রহণ করেন। অনুষ্ঠান হয় মেমারি কৃষ্টি প্রেক্ষাগৃহে। শপথ বাক্য পাঠ করান বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক কৃষ্ণেন্দু কুমার মন্ডল। প্রথমে আটজন কাউন্সিলার শপথ নেন।  পরে বাকি আটজন কাউন্সিলর শপথ গ্রহণ করেন।

 তারপরে ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণপদ বিশ্বাস মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ীর নাম প্রস্তাব করেন। কাউন্সিলর রত্না দাস সমর্থন করেন। তারপর মহকুমা শাসক চেয়ারম্যান স্বপন বিষয়ীকে শপথ বাক্য পাঠ করান। ভাইস চেয়ারম্যান হিসাবে সুপ্রিয় সামন্তর নাম প্রস্তাব করা হলে তা সর্বসম্মতভাবে গৃহীত হয় এবং ভাইস চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান চেয়ারম্যান স্বপন বিষয়ী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম, মহঃ ইসমাইল, জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান,  মেমারি ১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শেখ মোয়াজ্জেম, পঞ্চায়েত সমিতির সদস্য নিত্যানন্দ ব্যানার্জী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং মেমারি পৌরবাসিগণ।

Post a Comment

0 Comments