Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মেমারি পৌরসভার নবনির্বাচিত বোর্ডের সদস্যরা শপথ নিলেন


 

মেমারি পৌরসভার নবনির্বাচিত বোর্ডের সদস্যরা শপথ নিলেন 


সেখ সামসুদ্দিন, মেমারি : পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলররা আজ শপথ গ্রহণ করেন। অনুষ্ঠান হয় মেমারি কৃষ্টি প্রেক্ষাগৃহে। শপথ বাক্য পাঠ করান বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক কৃষ্ণেন্দু কুমার মন্ডল। প্রথমে আটজন কাউন্সিলার শপথ নেন।  পরে বাকি আটজন কাউন্সিলর শপথ গ্রহণ করেন।

 তারপরে ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণপদ বিশ্বাস মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ীর নাম প্রস্তাব করেন। কাউন্সিলর রত্না দাস সমর্থন করেন। তারপর মহকুমা শাসক চেয়ারম্যান স্বপন বিষয়ীকে শপথ বাক্য পাঠ করান। ভাইস চেয়ারম্যান হিসাবে সুপ্রিয় সামন্তর নাম প্রস্তাব করা হলে তা সর্বসম্মতভাবে গৃহীত হয় এবং ভাইস চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান চেয়ারম্যান স্বপন বিষয়ী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম, মহঃ ইসমাইল, জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান,  মেমারি ১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শেখ মোয়াজ্জেম, পঞ্চায়েত সমিতির সদস্য নিত্যানন্দ ব্যানার্জী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং মেমারি পৌরবাসিগণ।