চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সঠিক তথ্য সবার আগে দিয়েছে সংবাদ প্রভাতী, এক ক্লিকে দেখে নিন
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : সঠিক খবর সবার আগে পাঠকদের সামনে তুলে দিয়েছে সংবাদ প্রভাতী। পূর্ব বর্ধমান জেলার ৬ টি পৌরসভায় কারা হচ্ছেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান আমরা অনেক আগেই পাঠকদের সামনে তুলে ধরে ছিলাম। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সংবাদ প্রভাতী'র সংবাদই সত্যি সত্যি হলো। আজ অফিসিয়ালি সংস্কৃতিতে সাংবাদিক সম্মেলনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নাম ঘোষণা হলো।
বর্ধমান পৌরসভায় চেয়ারম্যান প্রবীন তৃণমূল কংগ্রেস নেতা তথা শিক্ষাবিদ ১১ নম্বর ওয়ার্ডের বিজয়ী প্রার্থী পরেশ চন্দ্র সরকার এবং ভাইস চেয়ারম্যান বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এর স্ত্রী ২৩ নম্বর ওয়ার্ডের বিজয়ী প্রার্থী মৌসুমী দাস।
মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী এবং ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত।
কালনা পৌরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত এবং ভাইস চেয়ারম্যান তপন পোড়েল।
কাটোয়া পৌরসভার চেয়ারম্যান সমীর সাহা এবং ভাইস চেয়ারম্যান লখীন্দর মন্ডল।
দাঁইহাট পৌরসভার চেয়ারম্যান শিশির মন্ডল এবং ভাইস চেয়ারম্যান অজিত ব্যানার্জী।
গুসকরা পৌরসভার চেয়ারম্যান কুশল মুখার্জী ও ভাইস চেয়ারম্যান বেলি বেগম।
আজ সংস্কৃতিতে সাংবাদিক সম্মেলনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নাম ঘোষণা করেন তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক শম্পা ধাড়া, সহ সভাধিপতি তথা দলের রাজ্য মুখপাত্র দেবু টুডু, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, দলের জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাস প্রমুখ।