Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মেমারিতে নতুন পৌর বোর্ডের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান-কে নিয়ে উচ্ছ্বাস


 

মেমারিতে নতুন পৌর বোর্ডের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান-কে নিয়ে উচ্ছ্বাস 


সেখ সামসুদ্দিন, মেমারি : তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণার পর মেমারিতে তৃণমূল কংগ্রেস কর্মীরা আনন্দে মাতোয়ারা।  মেমারি নতুন বাস স্ট্যান্ডে নতুন বোর্ডের চেয়ারম্যান স্বপন বিষয়ী ও  ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্তকে মালা পরিয়ে অভিবাদন জানান। তারপরে পৃথকভাবে বাস ইউনিয়নের সুকান্ত হাজরা স্বপন বিষয়ীর গলায় মালা পরিয়ে শুভেচ্ছা জানান। একইসঙ্গে নবনির্বাচিত কাউন্সিলর ও কর্মীসমর্থকরা তাঁকে ঘিরে ধরে উচ্ছ্বাস প্রকাশ করেন। স্বপন বিষয়ী অভিনন্দন জানান পৌর নাগরিকদের। একইসঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা ব্যানার্জীর প্রতি। তৃতীয়বারের জন্য পৌর চেয়ারম্যান হিসেবে শপথ নেওয়ার পর কি কাজ করবেন সে বিষয়ে আজকে মুখ খোলেননি, কালকে শপথ নেওয়ার পর বলবেন বলে জানান। 

অপরদিকে নতুন ভাইস-চেয়ারম্যান সুপ্রিয় সামন্তকে নিয়ে ১০ নম্বর ওয়ার্ড অফিসে কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস, মালা পরিয়ে তাকে নিয়ে ওয়ার্ড অফিসের সামনে প্রবেশ করেন কর্মী-সমর্থকরা। সুপ্রিয় সামন্ত বলেন ভাইস চেয়ারম্যান হিসেবে দ্বিতীয়বারের জন্য দায়িত্ব পাওয়ায় তিনি খুশি এবং তিনি আরও খুশি আপামর পৌরবাসীকে ভালো পরিষেবা দিতে পারবেন বলে। মানুষের কোন অভাব অভিযোগ থাকলে তিনি প্রথা অনুযায়ী কথা শুনবেন এবং চেষ্টা করবেন তাদের পাশে থাকতে।