আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার বাইক আরোহী
কাজল মিত্র, আসানসোল : পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার রূপনারায়নপুর এলাকা সহ আশেপাশের বিভিন্ন এলাকা দুষ্কৃতীদের আস্তানা হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণার পর পরেই পুলিশ এর তরফে বিভিন্ন এলাকায় অভিযান চালানো শুরু হয়েছে। তাছাড়া সামনেই আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন সেই কথা মাথায় রেখেও জোর তল্লাশি চলছে বিভিন্ন হোটেল, যাত্রীবাহী বাস, সুমো, বাইক আরোহীদের। যার ফলে আসানসোল শিল্পাঞ্চল থেকে উঠে আসছে গোপন রহস্য। কিছুদিন আগেই সালানপুর থানার রূপনারায়নপুর পঞ্চায়েতের চিতালডাঙ্গা গ্রামে একটি অস্ত্র তৈরির কারখানার হদিস এর পর আবারো জিতপুর উত্তররামপুর গ্রাম পঞ্চায়েতের নামোকেশিয়া থেকে গোপন সূত্রে খবর পেয়ে অস্ত্র সহ এক ব্যক্তিকে আটক করল রূপনারায়নপুর ফাঁড়ির পুলিশ। ২৯ মার্চ সন্ধ্যায় লোয়ার কেশিয়ার পিছনে ছাতিম বাগানে বাইক সহ ওই ব্যক্তিকে পাকড়াও করে। জানা যায় ধৃত ওই ব্যক্তির নাম জয়ন্ত সরকার (৩৮) নামোকেশিয়া, কালীমন্দির এলাকার বাসিন্দা ।
পুলিশ তাঁর কাছ থেকে একটি দেশী পাইপগান, দৈর্ঘ্য প্রায় ১০.৫ ইঞ্চি লোহার বডি, ব্যারেল, হাতুড়ি, ট্রিগার, ফায়ারিং পিন এবং কাঠের বাট, দুটি গুলি উদ্ধার করেছে। তাছাড়া একটি কালো রঙের বাইক আটক করেছে ওই দুষ্কৃতির কাছ থেকে।