Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রাস্তার দাবিতে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালো আদিবাসীরা


 

রাস্তার দাবিতে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালো আদিবাসীরা 


গৌতম দাস, বণ্ডুল : রাস্তার দাবিতে সরব আদিবাসী পাড়ার বাসিন্দারা। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান ১ নম্বর ব্লকের দেওয়ানদিঘী থানার অন্তর্গত বণ্ডুল ১ গ্রাম পঞ্চায়েতের ঘটনা। বণ্ডুল আদিবাসী পাড়ার বাসিন্দারা রাস্তার দাবিতে গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে। 

বিক্ষোভে সামিল আদিবাসীরা বলেন ভোট আসে, ভোট যায়। নেতাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ হয় না। মিথ্যা প্রতিশ্রুতি আর মানতে নারাজ আদিবাসীরা। স্থানীয় প্রশাসন বিডিও এসডিও সকলকে জানিয়েও কোনো কাজ হয় নি। 

মঙ্গলবার তাঁরা পঞ্চায়েত অফিস বন্ধ করার হুমকি দিয়ে তালা ঝুলিয়েছে। রাস্তার দাবিতে আদিবাসীরা কুড়ুল, টাঙ্গি, কাটারি, রামদা ও লাঠি শোটা নিয়ে বণ্ডুল ১ গ্ৰাম পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। রাস্তার কাজ শুরু না করা পর্যন্ত পঞ্চায়েত অফিস বন্ধ করে রাখার হুমকিও দিয়েছে আদিবাসীরা।