চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

রাস্তার দাবিতে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালো আদিবাসীরা


 

রাস্তার দাবিতে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালো আদিবাসীরা 


গৌতম দাস, বণ্ডুল : রাস্তার দাবিতে সরব আদিবাসী পাড়ার বাসিন্দারা। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান ১ নম্বর ব্লকের দেওয়ানদিঘী থানার অন্তর্গত বণ্ডুল ১ গ্রাম পঞ্চায়েতের ঘটনা। বণ্ডুল আদিবাসী পাড়ার বাসিন্দারা রাস্তার দাবিতে গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে। 

বিক্ষোভে সামিল আদিবাসীরা বলেন ভোট আসে, ভোট যায়। নেতাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ হয় না। মিথ্যা প্রতিশ্রুতি আর মানতে নারাজ আদিবাসীরা। স্থানীয় প্রশাসন বিডিও এসডিও সকলকে জানিয়েও কোনো কাজ হয় নি। 

মঙ্গলবার তাঁরা পঞ্চায়েত অফিস বন্ধ করার হুমকি দিয়ে তালা ঝুলিয়েছে। রাস্তার দাবিতে আদিবাসীরা কুড়ুল, টাঙ্গি, কাটারি, রামদা ও লাঠি শোটা নিয়ে বণ্ডুল ১ গ্ৰাম পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। রাস্তার কাজ শুরু না করা পর্যন্ত পঞ্চায়েত অফিস বন্ধ করে রাখার হুমকিও দিয়েছে আদিবাসীরা।


Post a Comment

0 Comments