Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মেমারিতে শুরু হলো সৃষ্টিশ্রী মেলা


 

মেমারিতে শুরু হলো সৃষ্টিশ্রী মেলা 


সেখ সামসুদ্দিন, মেমারি : পূর্ব বর্ধমান জেলার স্বনির্ভর দলগুলোর উৎপাদিত শিল্প সামগ্রী প্রর্দশন ও বিক্রয়ের উদ্দেশ্যে শুরু হয়েছে সৃষ্টিশ্রী মেলা। পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের আনন্দধারা প্রকল্পের অভিনব প্রয়াসে চালু হয়েছে সৃষ্টিশ্রী মেলা। এবছর পূর্ব বর্ধমান জেলায় মেমারি পৌরসভা ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় মেমারি নতুন বাস স্টান্ডে হচ্ছে সৃষ্টিশ্রী মেলা। বুধবার মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী স্বপন দেবনাথ। মেলা চলবে ২৭ মার্চ পর্যন্ত। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদ সভাধিপতি তথা বিধায়ক শম্পা ধারা, সহ-সভাধিপতি দেবু টুডু, প্রকল্প আধিকারিক অরিন্দম বন্দ্যোপাধ্যায়, বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক কৃষ্ণেন্দু মন্ডল, জেলা তথ‍্য ও সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মন্ডল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম, মেহেবুব মন্ডল, মহঃ ইসমাইল,  মেমারি পৌর সভার পৌরপ্রধান স্বপন বিষয়ী, উপ-পৌরপ্রধান সুপ্রিয় সামন্ত, মেমারি ১ বিডিও ডাঃ আলি মোহাম্মদ ওয়ালী উল্লাহ, পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ-সভাপতি সহ অন্যান্য কর্মাধ‍্যক্ষ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। অতিথিরা মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন। 

এখানে পূর্ব বর্ধমান জেলার সমস্ত ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের নিজ হাতে তৈরি বিভিন্ন ধরনের জিনিস বিভিন্ন স্টলের মাধ্যমে বিক্রি করছেন।

 মন্ত্রী স্বপন দেবনাথ তাঁর বক্তব্যে জেলার খতিয়ান তুলে ধরে তাদের সার্বিক সাফল্য কামনায় পৌরপ্রধান সহ কাউন্সিলরদের এগিয়ে আসার আহ্বান জানান। একইসঙ্গে গোষ্ঠীর দলনেত্রীর কাছে আবেদন জানান ঋণ নিয়ে টাকাটা সুদে না খাটিয়ে সরাসরি যেন উৎপাদনের কাজে লাগান।