Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মেমারিতে শুরু হলো সৃষ্টিশ্রী মেলা


 

মেমারিতে শুরু হলো সৃষ্টিশ্রী মেলা 


সেখ সামসুদ্দিন, মেমারি : পূর্ব বর্ধমান জেলার স্বনির্ভর দলগুলোর উৎপাদিত শিল্প সামগ্রী প্রর্দশন ও বিক্রয়ের উদ্দেশ্যে শুরু হয়েছে সৃষ্টিশ্রী মেলা। পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের আনন্দধারা প্রকল্পের অভিনব প্রয়াসে চালু হয়েছে সৃষ্টিশ্রী মেলা। এবছর পূর্ব বর্ধমান জেলায় মেমারি পৌরসভা ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় মেমারি নতুন বাস স্টান্ডে হচ্ছে সৃষ্টিশ্রী মেলা। বুধবার মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী স্বপন দেবনাথ। মেলা চলবে ২৭ মার্চ পর্যন্ত। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদ সভাধিপতি তথা বিধায়ক শম্পা ধারা, সহ-সভাধিপতি দেবু টুডু, প্রকল্প আধিকারিক অরিন্দম বন্দ্যোপাধ্যায়, বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক কৃষ্ণেন্দু মন্ডল, জেলা তথ‍্য ও সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মন্ডল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম, মেহেবুব মন্ডল, মহঃ ইসমাইল,  মেমারি পৌর সভার পৌরপ্রধান স্বপন বিষয়ী, উপ-পৌরপ্রধান সুপ্রিয় সামন্ত, মেমারি ১ বিডিও ডাঃ আলি মোহাম্মদ ওয়ালী উল্লাহ, পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ-সভাপতি সহ অন্যান্য কর্মাধ‍্যক্ষ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। অতিথিরা মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন। 

এখানে পূর্ব বর্ধমান জেলার সমস্ত ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের নিজ হাতে তৈরি বিভিন্ন ধরনের জিনিস বিভিন্ন স্টলের মাধ্যমে বিক্রি করছেন।

 মন্ত্রী স্বপন দেবনাথ তাঁর বক্তব্যে জেলার খতিয়ান তুলে ধরে তাদের সার্বিক সাফল্য কামনায় পৌরপ্রধান সহ কাউন্সিলরদের এগিয়ে আসার আহ্বান জানান। একইসঙ্গে গোষ্ঠীর দলনেত্রীর কাছে আবেদন জানান ঋণ নিয়ে টাকাটা সুদে না খাটিয়ে সরাসরি যেন উৎপাদনের কাজে লাগান।