Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

হোলি ও দোল উৎসবকে  সামনে রেখে পুলিশের রুটমার্চ


 

হোলি ও দোল উৎসবকে  সামনে রেখে পুলিশের রুটমার্চ 


কাজল মিত্র, আসানসোল : গোটা রাজ্যের সঙ্গে পশ্চিম বর্ধমান জেলায়ও আগামী ১৮-১৯ মার্চ পালিত হবে দোল উৎসব। আর এই দোল উৎসব উপলক্ষে আসানসোল শিল্পাঞ্চলে যাতে কোনরকম অকৃতিকর ঘটনা না ঘটে তার জন্যে পুলিশের পক্ষ থেকে মাইকিং এর পাশাপাশি রুটমার্চ করা হয়। বৃহস্পতিবার পুলিশ আধিকারিক রাহুল দেব মন্ডল ও রঞ্জিত সরকার এর নেতৃত্বে সালানপুর থানার রূপনারায়নপুর, মহাবীর কলোনি, আছড়া, কল্যানগ্রাম, কুসুমকানালি, হারিসডি, পিঠাকেয়ারী, জলটাঙ্কি সহ ডাবরমোড়  বাস স্ট্যান্ড পর্যন্ত পুলিশের রুটমার্চ চলে। হোলি ও দোল উৎসব ও আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ করার লক্ষ্যে বরাকর ফাঁড়ি পুলিশের উদ্যেগে বরাকরের বিভিন্ন জায়গায় রুটমার্চ হয়।

পশ্চিম বর্ধমান জেলায় দোল এবং হোলি উৎসবে কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য তৎপর রয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। বৃহস্পতিবারে বরাকর ফাঁড়ির অন্তর্গত বরাকর, আরা ডাঙ্গাল, ঈদগা রোড, হসপিটাল রোড, লক্ষীয়াবাদ,  স্টেশন রোড হয়ে বরাকর বাস স্ট্যান্ড পর্যন্ত পুলিশের রুটমার্চ করা হয়। বরাকর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারি রাজশেখর মুখার্জি'র নেতৃত্বে রুট মার্চ চলে।