চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হোলি ও দোল উৎসবকে  সামনে রেখে পুলিশের রুটমার্চ


 

হোলি ও দোল উৎসবকে  সামনে রেখে পুলিশের রুটমার্চ 


কাজল মিত্র, আসানসোল : গোটা রাজ্যের সঙ্গে পশ্চিম বর্ধমান জেলায়ও আগামী ১৮-১৯ মার্চ পালিত হবে দোল উৎসব। আর এই দোল উৎসব উপলক্ষে আসানসোল শিল্পাঞ্চলে যাতে কোনরকম অকৃতিকর ঘটনা না ঘটে তার জন্যে পুলিশের পক্ষ থেকে মাইকিং এর পাশাপাশি রুটমার্চ করা হয়। বৃহস্পতিবার পুলিশ আধিকারিক রাহুল দেব মন্ডল ও রঞ্জিত সরকার এর নেতৃত্বে সালানপুর থানার রূপনারায়নপুর, মহাবীর কলোনি, আছড়া, কল্যানগ্রাম, কুসুমকানালি, হারিসডি, পিঠাকেয়ারী, জলটাঙ্কি সহ ডাবরমোড়  বাস স্ট্যান্ড পর্যন্ত পুলিশের রুটমার্চ চলে। হোলি ও দোল উৎসব ও আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ করার লক্ষ্যে বরাকর ফাঁড়ি পুলিশের উদ্যেগে বরাকরের বিভিন্ন জায়গায় রুটমার্চ হয়।

পশ্চিম বর্ধমান জেলায় দোল এবং হোলি উৎসবে কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য তৎপর রয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। বৃহস্পতিবারে বরাকর ফাঁড়ির অন্তর্গত বরাকর, আরা ডাঙ্গাল, ঈদগা রোড, হসপিটাল রোড, লক্ষীয়াবাদ,  স্টেশন রোড হয়ে বরাকর বাস স্ট্যান্ড পর্যন্ত পুলিশের রুটমার্চ করা হয়। বরাকর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারি রাজশেখর মুখার্জি'র নেতৃত্বে রুট মার্চ চলে।