চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # বাংলার চিকিৎসক উজ্জ্বল পোদ্দার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেরার তালিকায় #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

আসানসোল লোকসভা উপনির্বাচনের আগে বড়সড় ভাঙনের মুখে বিজেপি


 

আসানসোল লোকসভা উপনির্বাচনের আগে বড়সড় ভাঙনের মুখে বিজেপি 


কাজল মিত্র, আসানসোল : আসানসোল লোকসভা উপনির্বাচনের আগে বড়সড় ধাক্কা খেল বিজেপি। পশ্চিম বর্ধমানের বারাবনি ব্লকের পানুডিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘোলকেয়ারী গ্রামের পাঁচটি পরিবারের সদস্যরা এবং স্থানীয় আরও কিছু কর্মী সমর্থক সরোজ ঘোষের নেতৃত্বে বিজেপি ছেড়ে বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত সিংহের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন।

এই যোগাদান প্রসঙ্গে তৃণমূল নেতা তথা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ সিংহ বলেন ঘরের ছেলেরা ঘরে ফিরে এলো, এরা বিধানসভা নির্বাচনের আগে ভুল বুঝে ও প্রলোভনে পা দিয়ে বিজেপি-তে চলে গিয়েছিলো। এখন তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে তাই আজ বারাবনি ব্লক সভাপতি অসিত সিংহের হাত ধরে তৃণমূল কংগ্রেসে ফিরে এলো। তাদের সবাইকে দলে স্বাগতম। 

এই প্রসঙ্গে সদ্য তৃণমূলে যোগ দান করা সদস্য সরোজ ঘোষ বলেন লোভে ও ভুল বুঝে তৃণমূল ছেঁড়ে বিজেপি-তে চলে গিয়েছিলাম কিন্তু এখন চোখ খুলে গেছে, উন্নয়ন যদি কেউ করতে পারে সে হলো তৃণমূল কংগ্রেস। তাছাড়া আর কোনো দল নয়, তাই আজ আমরা সবাই মিলে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত তৃণমূল কংগ্রেসেই থাকব।

Post a Comment

0 Comments