Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সাড়ে পাঁচ'শ বছরের প্রাচীন মন্দির পুনর্নির্মাণের পর প্রতিষ্ঠা


 

সাড়ে পাঁচ'শ বছরের প্রাচীন মন্দির পুনর্নির্মাণের পর প্রতিষ্ঠা 


অতনু হাজরা, জামালপুর : ভারতে তখন শেরশাহের রাজত্ব চলছে। সম্রাট শেরশাহ সেই সময়ে অর্থাৎ তার রাজত্বকালে তার সাম্রাজ্যে সমস্ত জমি জরিপ করান। সেই তার আমলেই এখন যার নাম জামালপুর সেই জামালপুর মৌজার নামকরণ হয় রাধাবল্লভ বাটি। আর এই রাধাবল্লভবাটি নামকরণ যার নামে তিনি হচ্ছেন জামালপুরের পূজিত দেবতা শ্রী শ্রী রাধাবল্লভ জিউজী। অনুমান করা হয় শেরশাহের আগেও এই রাধাবল্লব জিউ পূজিত হতেন। অর্থাৎ যে রাধাবল্লব জিও এর কথা বলা হচ্ছে অন্তত প্রায় ৫৫০-৬০০ বছর আগে থেকেই তিনি এখানে পূজীত হতেন। রাধাবল্লব জিউ এর মন্দিরটি বয়স হয়ে গিয়েছিল প্রায় দেড় শতাধিক বছর। সেই পুরানো মন্দিরটি পুনর্নির্মাণ করে আজ তার প্রতিষ্ঠা করা হলো। বেলুড় মঠের একটি শাখা গুড়াপ রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা আজ এসে এই মন্দির প্রতিষ্ঠা এবং পূজা পাঠ করলেন। মন্দিরের সেবাইত, শরিকরা, গ্রামের মানুষ এবং বাইরে থেকে বিভিন্ন মানুষের সাহায্যে ও তাদের দেওয়া অনুদানে এই মন্দির তৈরি করা হয়েছে বলে মন্দিরের  ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রদীপ কুমার রায় জানান।

 এই মন্দিরের প্রতিষ্ঠা কে কেন্দ্র করে আজ এলাকায় সাজ সাজ রব পড়ে যায়। সকাল বেলা গ্রাম ঘুরিয়ে রাধাবল্লব জীউকে নিয়ে আসা হয় মন্দিরে। একদিকে রাধাবল্লভ জিউ ছিল ষোড়শপোচারে পূজা ও প্রতিষ্ঠা,অন্যদিকে তুলসীদান, গীতা পাঠ এবং পঞ্চাঙ্গ সস্তায়ন এর ব্যবস্থা করা হয়। 

পূজা পাঠ ও মন্ত্র উচ্চারণে গমগম করতে থাকে মন্দির প্রাঙ্গণ। প্রতিষ্ঠা কে কেন্দ্র করে এলাকার মানুষদের ভোগ খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। পূজা দেখতে স্থানীয় মানুষজন যথেষ্ট ভিড় জমিয়েছেন মন্দির প্রাঙ্গণে। প্রদীপ বাবু জানান রাধাবল্লভের ভগ্নপ্রায় মন্দিরটি সংস্কার করা খুবই প্রয়োজনীয় হয়ে উঠেছিল। সেই কারণেই তারা মন্দিরটির একটি ট্রাস্টি বোর্ড গঠন করেন। রেজিস্ট্রেশন এর পরেই তারা উদ্যোগ নেন মন্দিরটিকে পুনর্নির্মাণ করার এবং সকলের কাছে সাহায্য প্রার্থনা করেন। সকলের সহযোগিতায় মূল মন্দির, নাটমন্দির, ভোগ রান্নার ঘর সহ শিশুদের জন্য একটি চিলড্রেন পার্ক এর ব্যবস্থা সমেত এই মন্দিরটি গড়ে তুলতে পারা গেছে বলে তিনি জানান। সন্ধ্যায় স্বামী নিরন্তরানন্দ মহারাজ আনুষ্ঠানিকভাবে এই মন্দিরের উদ্বোধন করেন। সাথে বিশিষ্ট কীর্তনীয়া দলের কীর্তন পরিবেশিত হয়।