Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

নির্বাচনী প্রচারে সিপিএমের তরুণ ব্রিগেড


 

নির্বাচনী প্রচারে সিপিএমের তরুণ ব্রিগেড 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট সংবাদ প্রভাতী : আনিশ খানের মৃত্যু নিয়ে সোচ্চার এস এস আই। 'আনিশ খান যদি তৃণমূল কংগ্রেসের কেউ হতেন তবেও আমরা প্রতিবাদ করতাম।' এই হত্যার প্রতিবাদ দলীয় সংকীর্ণতার মধ্যে পড়ে না। সোমবার বর্ধমানে এসে কথাগুলো বলেন নতুন প্রজন্মের বামনেত্রী দীপ্সিতা ধর। রবিবার তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য বলেছিলেন, আনিশ খানের মৃত্যুতে দলীয় ট্যাগ লাগাচ্ছে বামেরা। এই প্রসঙ্গে দীপ্সিতা ধর বলেন, " ওনার মতো তৃণমূল কংগ্রেসের  দালালেরাই একথা বলতে পারেন।"

বর্ধমান পুরসভার নির্বাচনী প্রচারে সপ্তাহের প্রথম দিনে তরুণ ব্রিগেডকে ময়দানে নামায় বামফ্রন্ট। এস এস আই এর পূর্ব বর্ধমান জেলা কমিটির উদ্যোগে ভোটের প্রচার কর্মসূচিতে এসেই কার্যত শাসক দলকে একহাত নিলেন  দীপ্সিতা ধর।

নির্বাচনী প্রচারের এই কর্মসূচিতে সোমবার বর্ধমান শহরে ছিলেন এস এস আই এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। তিনি বলেন, " তৃণমূলের সরকার যোগী আদিত্যনাথের এনকাউন্টার মডেলেই চলছে। আনিশ খান সি এ এ বিরোধী আন্দোলনে ছিলেন। তাঁর মৃত্যু নিয়ে প্রকৃত তদন্ত হোক। এটাই আমরা চাই। তাঁর মৃত্যু বিফলে যেতে দেবো না"

এদিন দুপুরে বর্ধমানের নীলপুর মোড় থেকে ১২ ও ১৪ নম্বর ওয়ার্ডের নানা এলাকা ঘুরে পুলিশ লাইন বাজারে আসে। সেখানে এক পথ সভায় বাম নেতৃত্ব বক্তব্য রাখেন। এদিনের মিছিলে ছাত্রনেতা তথা  বামফ্রন্ট প্রার্থী  দীপঙ্কর দে, অনির্বাণ রায়চৌধুরী সহ অন্যান্যরা অংশ নেন।