Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

নির্বাচনী প্রচারের মহামিছিলে জনজোয়ার


 

নির্বাচনী প্রচারের মহামিছিলে জনজোয়ার 


সেখ সামসুদ্দিন, মেমারি : আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে মেমারি সুলতানপুর মোড় থেকে  থেকে পৌরসভা পর্যন্ত মহামিছিল করে তৃণমূল কংগ্রেস। মানুষের জনজোয়ারে ভাসলো মেমারি শহর। একদিনের ব‍্যবধানে বৃহস্পতিবারের মিছিলেরও সামনের সারি যখন চকদিঘী মোড় তখন সুলতানপুর মোড়ে মিছিলের শেষাংশ। সুলতানপুর মোড় থেকে শুরু হয়ে চকদিঘী মোড় হয়ে কৃষ্ণবাজার, স্টেশন বাজার, নিউমার্কেট হয়ে পৌরসভার সামনে শেষ হয়। 

মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মেমারি পৌরসভার পর্যবেক্ষক জেলা সভাধিপতি তথা বিধায়ক শম্পা ধাড়া ও জেলা পরিষদের কর্মাধ‍্যক্ষ বাগবুল ইসলাম, মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, মেমারি ২ ব্লকের সভাপতি তথা জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহঃ ইসমাইল, তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, মেমারি ব্লক সভাপতি স্বপন ঘোষাল, মেমারি ১ ও ২ পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস ও মামনি মুর্মু এবং সহ-সভাপতি সেখ মোয়াজ্জেম ও অমর সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন  ১৬ টি ওয়ার্ডের প্রার্থী সহ সর্বস্তরের নেতৃত্ব ও কর্মীবৃন্দ।

 বামুনপাড়া মোড়ে মিছিল শেষে বক্তব্য রাখেন মন্ত্রী স্বপন দেবনাথ, শম্পা ধাড়া, মেহেমুদ খান, বাগবুল ইসলাম, মধুসূদন ভট্টাচার্য, মহঃ ইসমাইল, স্বপন বিষয়ী প্রমূখ।