নির্বাচনী প্রচারের মহামিছিলে জনজোয়ার

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

নির্বাচনী প্রচারের মহামিছিলে জনজোয়ার


 

নির্বাচনী প্রচারের মহামিছিলে জনজোয়ার 


সেখ সামসুদ্দিন, মেমারি : আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে মেমারি সুলতানপুর মোড় থেকে  থেকে পৌরসভা পর্যন্ত মহামিছিল করে তৃণমূল কংগ্রেস। মানুষের জনজোয়ারে ভাসলো মেমারি শহর। একদিনের ব‍্যবধানে বৃহস্পতিবারের মিছিলেরও সামনের সারি যখন চকদিঘী মোড় তখন সুলতানপুর মোড়ে মিছিলের শেষাংশ। সুলতানপুর মোড় থেকে শুরু হয়ে চকদিঘী মোড় হয়ে কৃষ্ণবাজার, স্টেশন বাজার, নিউমার্কেট হয়ে পৌরসভার সামনে শেষ হয়। 

মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মেমারি পৌরসভার পর্যবেক্ষক জেলা সভাধিপতি তথা বিধায়ক শম্পা ধাড়া ও জেলা পরিষদের কর্মাধ‍্যক্ষ বাগবুল ইসলাম, মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, মেমারি ২ ব্লকের সভাপতি তথা জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহঃ ইসমাইল, তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, মেমারি ব্লক সভাপতি স্বপন ঘোষাল, মেমারি ১ ও ২ পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস ও মামনি মুর্মু এবং সহ-সভাপতি সেখ মোয়াজ্জেম ও অমর সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন  ১৬ টি ওয়ার্ডের প্রার্থী সহ সর্বস্তরের নেতৃত্ব ও কর্মীবৃন্দ।

 বামুনপাড়া মোড়ে মিছিল শেষে বক্তব্য রাখেন মন্ত্রী স্বপন দেবনাথ, শম্পা ধাড়া, মেহেমুদ খান, বাগবুল ইসলাম, মধুসূদন ভট্টাচার্য, মহঃ ইসমাইল, স্বপন বিষয়ী প্রমূখ।



Post a Comment

0 Comments