Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অনলাইনে পরীক্ষার দাবিতে পলিটেকনিক পড়ুয়াদের বিক্ষোভ


 

অনলাইনে পরীক্ষার দাবিতে পলিটেকনিক পড়ুয়াদের বিক্ষোভ 


কাজল মিত্র, আসানসোল : অনলাইনের মাধ্যমে পরীক্ষার দাবি জানিয়ে রূপনারায়নপুর নজরুল পলিটেকনিকে বিক্ষোভ দেখালো তৃণমূল ছাত্র পরিষদের পতাকা হাতে ছাত্র ছাত্রীরা। তাঁরা কলেজের অধ্যক্ষের হাতে লিখিত স্মারকলিপিও জমা দেয়। এই প্রসঙ্গে ছাত্রনেতা মিঠুন মণ্ডল বলেন, সিলেবাস শেষ না করে দশ দিনের মধ্যে অফলাইনে পরীক্ষা দেওয়া অসম্ভব। আগে দু মাস পঠন পাঠন করানো হোক তার পরে অফলাইনে পরীক্ষা নেওয়া হোক। তাই আজ অনলাইনে পরীক্ষার আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের হাতে স্মারকলিপি দেওয়া হলো। 

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সব ছাত্রছাত্রীদের আবেদন এই বিষয়ে ভাবার জন্য। যাতে সব ছাত্র ছাত্রীদের সুবিধা হয়, আমাদের প্রধান শিক্ষকের কাছে আবেদন আগে সমস্ত সিলেবাস শেষ করুন তারপর অফলাইনে পরীক্ষা করুন, না হলে দুমাস সময় দিন। তাছাড়া এইবার অনলাইনে পরীক্ষা নেওয়া হোক। কারণ অনলাইনে প্র্যাকটিক্যাল গুলি বোঝা যায় না। তারজন্য অফ লাইন পঠন পাঠন দরকার।

এ বিষয়ে পলিটেকনিকের প্রধান শিক্ষক ফারুক আলি বলেন, ছাত্রছাত্রীদের সমস্যার কথা উচ্চ আধিকারিক দের জানানো হবে। আগামী দিনে তারা যা সিদ্ধান্ত নেবেন সেই হিসেবে পরীক্ষা নেওয়া হবে।