Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিনা বিচারে 'দীপক যোশী' মামলায় ৫ লক্ষের আর্থিক ক্ষতিপূরণ


 

বিনা বিচারে 'দীপক যোশী' মামলায় ৫ লক্ষের আর্থিক ক্ষতিপূরণ  



মোল্লা জসিমউদ্দিন , কলকাতা
সংবাদ প্রভাতী, ১০ ফেব্রুয়ারি ২০২২ 

বিনা বিচারে জেলের গারদে নিরপরাধ অনেকেই থাকে।সবাই তো আর 'হ্যাম রেডিও'র মত পাশে থাকার সত্যিকারের সংগঠন পায়না। আবার কারো সংবাদমাধ্যমে সেভাবে নিরপরাধ প্রমাণের সুযোগ মেলেনা। তবে এখনো অনেক মানুষ আছেন যাঁরা অসহায়দের সুবিচারের পক্ষে সওয়াল চালিয়ে যান। হ্যাঁ,  টানা চল্লিশ বছর জেলের গারদে বিনা বিচারে কাটিয়ে ছিলেন নেপালের ঝাপা জেলার দীপক যোশী নামে এক মানসিক রোগী। দৈনিক বাংলা পত্রিকার এক প্রকাশিত সংবাদের জেরে তৎকালীন রাজ্য আইনী পরিষেবা কেন্দ্রের সচিব দুর্গা খৈতান কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি টিবি রাধাকৃষ্ণন এর নজরে এনেছিলেন। তাতে কলকাতা হাইকোর্ট স্বতঃস্ফূর্ত মামলা দায়ের করেছিল। সেখানে আইনজীবী সৈকত বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য আইনী পরিষেবা কেন্দ্র কে দীপক যোশী মামলায় অনুসন্ধানের নির্দেশ জারি করেছিল। এমনকি নেপাল সরকার কে এই মামলায় পক্ষভুক্ত করা হয়েছিল। জানা যায়, ১৯৮২ সালে দার্জিলিং পুলিশ এক খুনের মামলায় দীপক কে জেলে পাঠায়। অভিযোগ,  পুলিশ এই মানসিক রোগী কে আসামি প্রতিপন্ন করার চেষ্টা করে থাকে। দমদম জেলে দীর্ঘ ৪০ বছর কাটিয়ে দেয় নেপালের এই বাসিন্দা। হ্যাম রেডিও কর্তৃপক্ষ নেপালের প্রকৃত ঠিকানা এবং আত্মীয়স্বজনদের সন্ধান দেয়। কলকাতা হাইকোর্ট দীপক যোশীকে কারাগার মুক্ত করার নির্দেশ দেয়। পাশাপাশি ৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়।  বুধবার রাজ্যের পক্ষে এডিজি (কারা) পীযুষ পান্ডে, রাজ্য আইনী পরিষেবা কেন্দ্রের প্রতিনিধি আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় নেপাল দূতাবাসে আধিকারিক কে এই ৫ লক্ষ টাকার চেক তুলে দেন।কলকাতা হাইকোর্টের ফৌজদারি বিশেষজ্ঞ আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় জানান, " দীপক যোশীদের মত অসহায় মানুষদের পাশে রয়েছি সর্বদা"