পৌর ভোটে তৃণমূল কংগ্রেসের স্বাক্ষরিত প্রার্থী তালিকা এক ঝলকে
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : রাজ্যের ১০৮ পৌর সভার মধ্যে দার্জিলিং ছাড়া অন্য পৌর সভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ হয় নিয়ম মেনেই। শুক্রবার বিকেলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সিরা সাংবাদিক বৈঠক করে সেই তালিকা প্রকাশ করেন। পার্থ চট্টোপাধ্যায় জানান, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনেই এই তালিকা চূড়ান্ত করা হয়েছে। সাংবাদিক বৈঠকের কিছুক্ষণের মধ্যেই সেই তালিকা আপলোড করা হয় তৃণমূলের অফিশিয়াল ফেসবুক পেজে। জেলায় জেলায় ছড়িয়ে পড়ে লিস্ট। ২১৬ পাতার সেই তালিকায় ছিল প্রার্থীদের নাম। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই বিভিন্ন জেলার সঙ্গে পূর্ব বর্ধমান জেলায় বর্ধমান পৌরসভার কয়েকটি ওয়ার্ডের প্রার্থী নিয়ে অসন্তোষ চোখে পড়ে। দু'একটি ওয়ার্ডে বিক্ষোভে ফেটে পড়ে নাগরিকরা। এরপরেই কিন্তু শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে আচমকা দাবি করা হয়, ওই তালিকা আসল নয়। ওই তালিকায় কারও সইও নেই। পরে রাজ্য সভাপতির স্বাক্ষর সম্বলিত প্রার্থী তালিকা প্রতিটি জেলায় দলের দায়িত্বপ্রাপ্তদের কাছে পাঠানো হয়। পূর্ব বর্ধমান জেলার সেই তালিকা এক ঝলকে দেখে নিন।
যদিও এই তালিকা নিয়েও শহরবাসী সন্তুষ্ট নন। তাঁরা তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন।