Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

'আনিস খানের রহস্য মৃত্যুর প্রকৃত তদন্ত হওয়া উচিৎ'


 

'আনিস খানের রহস্য মৃত্যুর প্রকৃত তদন্ত হওয়া উচিৎ' 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আমতার আনিস খানের রহস্য মৃত্যু নিয়ে মুখ খুললেন বিজেপি'র কেন্দ্রীয় সহসভাপতি দিলীপ ঘোষ। রবিবার সকালে দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে বিজেপির জেলা দপ্তর থেকে প্রাতঃভ্রমণে বেড়িয়ে শহরের রানিগঞ্জ বাজার চৌমাথায় আসেন। এখানে চায়ে পে চর্চা অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রাক্কালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ঘটনার প্রকৃত তদন্ত হওয়া উচিৎ। এছাড়াও রাজ্যে বহু রাজনৈতিক কর্মী খুন হয়েছে তারও তদন্ত হওয়া উচিৎ বলে দাবি করেন বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। 

দিলীপ বাবু আরও বলেন,  বিজেপিকে ঠেকাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের সমস্ত সময় চলে যাচ্ছে, রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষায় কোনো নজর দেবে কখন ? দিনহাটা প্রসঙ্গে দিলীপ বাবু বলেন, 'উদয়ন গুহ গুণ্ডা পুষে রাখেন, তারাই খুন করেছে'। ঘটনার প্রকৃত তদন্ত হওয়া উচিৎ। 

তিনি আরও অভিযোগ করেন লক্ষ্মী ভাণ্ডার ও দিদির ভাইয়েদের পেট ভরাতে গিয়ে রাজ্য দেউলিয়া হয়ে গেছে। স্বাস্থ্যসাথী কার্ডে মানুষ পরিষেবা পাচ্ছে না। রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে ডেকেছেন,  মুখ্যমন্ত্রীর উচিৎ অবিলম্বে রাজ্যপালের সাথে বসে আলোচনা করে সমস্যার সমাধান করার। রবিবার সকালে চা চক্র সেরে দিলীপ ঘোষ বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা দেন।