Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

'আনিস খানের রহস্য মৃত্যুর প্রকৃত তদন্ত হওয়া উচিৎ'


 

'আনিস খানের রহস্য মৃত্যুর প্রকৃত তদন্ত হওয়া উচিৎ' 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আমতার আনিস খানের রহস্য মৃত্যু নিয়ে মুখ খুললেন বিজেপি'র কেন্দ্রীয় সহসভাপতি দিলীপ ঘোষ। রবিবার সকালে দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে বিজেপির জেলা দপ্তর থেকে প্রাতঃভ্রমণে বেড়িয়ে শহরের রানিগঞ্জ বাজার চৌমাথায় আসেন। এখানে চায়ে পে চর্চা অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রাক্কালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ঘটনার প্রকৃত তদন্ত হওয়া উচিৎ। এছাড়াও রাজ্যে বহু রাজনৈতিক কর্মী খুন হয়েছে তারও তদন্ত হওয়া উচিৎ বলে দাবি করেন বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। 

দিলীপ বাবু আরও বলেন,  বিজেপিকে ঠেকাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের সমস্ত সময় চলে যাচ্ছে, রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষায় কোনো নজর দেবে কখন ? দিনহাটা প্রসঙ্গে দিলীপ বাবু বলেন, 'উদয়ন গুহ গুণ্ডা পুষে রাখেন, তারাই খুন করেছে'। ঘটনার প্রকৃত তদন্ত হওয়া উচিৎ। 

তিনি আরও অভিযোগ করেন লক্ষ্মী ভাণ্ডার ও দিদির ভাইয়েদের পেট ভরাতে গিয়ে রাজ্য দেউলিয়া হয়ে গেছে। স্বাস্থ্যসাথী কার্ডে মানুষ পরিষেবা পাচ্ছে না। রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে ডেকেছেন,  মুখ্যমন্ত্রীর উচিৎ অবিলম্বে রাজ্যপালের সাথে বসে আলোচনা করে সমস্যার সমাধান করার। রবিবার সকালে চা চক্র সেরে দিলীপ ঘোষ বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা দেন।