Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জাতীয় সড়কে ট্রেলারের ধাক্কায় টোটো চালকের মৃত্যু


 

জাতীয় সড়কে ট্রেলারের ধাক্কায় টোটো চালকের মৃত্যু 


কাজল মিত্র, আসানসোল : বৃহস্পতিবার রানীগঞ্জ থানার পাঞ্জাবীমোড় ফাঁড়ি এলাকার মঙ্গলপুর জুটমিল সংলগ্ন দুই নম্বর জাতীয় সড়কে ট্রলারের ধাক্কায় মৃত্যু হল এক পণ্যবাহী টোটো চালকের। টোটো চালকের নাম শাদবি আলম বয়স ৪২ বছর। জানা যায়, টোটো চালক রাণীগঞ্জ থেকে টোটোয় পণ্য বোঝাই করে অন্ডাল এর দিকে যাচ্ছিল,আর ঠিক সে সময় জাতীয় সড়কে একই দিকে যাওয়া একটি ট্রেলার ওই টোটো কে পেছনে থেকে সজোরে ধাক্কা মারে। যারফলে গাড়িটি ভেঙ্গে চুরমার হয়ে যায়। এই ঘটনায় গুরুতরভাবে আহত হয় হন টোটো চালক শাদবি আলম। স্থানীয় মানুষজন সহ পথচলতি যানবাহনের চালকেরা বিষয়টি লক্ষ্য করে পুলিশ প্রশাসনকে খবর দিলে তড়িঘড়ি পাঞ্জাবীমোড় ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসপাতালে ভর্তি করে। তবে হাসপাতাল সূত্রে জানা গেছে ভর্তির কয়েক ঘন্টা পরেই ওই টোটো চালকের মৃত্যু হয়।

জাতীয় সড়কে দুর্ঘটনা এই প্রথম নয় এর আগেও বেশ কয়েক বার বহু যানবাহন সহ যাত্রীদের প্রাণ যেতে দেখা গেছে। পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অনেক টোটো চালকও। তবে জাতীয় সড়কের উপর টোটো চালানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হলেও, প্রশাসনের নিষেধাজ্ঞা কে বুড়ো আঙ্গুল দেখিয়ে একশ্রেণীর অসাধু টোটো চালক অল্প একটু মুনাফার লোভে বিপদ জনকভাবে জাতীয় সড়কে টোটো নিয়ে চলাচল করে চলেছে। যার ফলে দুর্ঘটনা নিত্যসঙ্গী হয়েছে খনি অঞ্চল এলাকায়।