চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

বর্ধমানে ৩৫-০ পৌর বোর্ড গঠনের ডাক দিয়ে গেলেন  মন্ত্রী অরূপ বিশ্বাস


 

বর্ধমানে ৩৫-০ পৌর বোর্ড গঠনের ডাক দিয়ে গেলেন  মন্ত্রী অরূপ বিশ্বাস 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ধমান পৌর সভার নির্বাচনে ৩৫ টি ওয়ার্ডেই তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জিততে হবে। তার জন্য প্রতিটি ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচারে জোর দিতে হবে। মানুষের অভাব অভিযোগ শুনে সমাধানের ব্যবস্থা করতে হবে। এখন সম্ভব না হলে ভোটের পরে করে দিতে হবে। দলীয় প্রার্থীদের উদ্দেশ্যে শনিবার এমনি বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।

 তিনি আরও বলেন, ৩৪ বছর ক্ষমতায় থাকার পর সিপিএম - কে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে। আর সাম্প্রদায়িক বিজেপি'র মিথ্যাচার মানুষ ধরে ফেলেছে। এই দুটি দলকে ভোট দেওয়া মানে একটা ভোট নষ্ট করা। তাই বাংলার উন্নয়নের স্বার্থেই তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জন্য ভোটাধিকার প্রয়োগ করতে হবে। শনিবার বর্ধমান পৌরসভার ৩৫ টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে সংস্কৃতি লোকমঞ্চে নিবার্চনী প্রস্তুতি সভা হয়। ওই সভায় প্রধান বক্তা হিসেবে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, খোকন দাস বর্ধমান শহরের যোগ্য নেতা। খোকনের নেতৃত্বে বর্ধমান পৌর সভাকে রাজ্যের মধ্যে মডেল পৌর সভা হিসেবে গড়ে তুলতে হবে।

এদিনের নির্বাচনী প্রস্তুতি সভায় অরূপ বিশ্বাস ছাড়াও বক্তব্য রাখেন মন্ত্রী স্বপন দেবনাথ,  তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী, সভার আয়োজক তথা বিধায়ক খোকন দাস, তৃণমূল যুব কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা সভাপতি তথা বিধায়ক অলোক কুমার মাঝি। প্রত্যেকেই বর্ধমান পৌর সভা ৩৫ - ০ করার ডাক দিয়েছেন।

এদিনের নির্বাচনী প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক শম্পা ধাড়া, সহ-সভাধিপতি দেবু টুডু, তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা চেয়ারম্যান অশোক বিশ্বাস, মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী চন্দনা মাঝি  সহ বর্ধমান পৌরসভার ৩৫ টি ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা এবং অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান সংযোজনায় ছিলেন তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার সহ-সভাপতি আজিজুল হক মন্ডল।

এদিন অনুষ্ঠানের শুরুতেই মন্ত্রী অরূপ বিশ্বাস বর্ধমান পৌরসভার তৃণমূল কংগ্রেসের ৩৫ জন প্রার্থীকে উত্তরীয় পরিয়ে সম্মানিত করেন।