Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

গণউপনয়নের অভিনব আয়োজনে দৃষ্টান্ত


 

গণউপনয়নের অভিনব আয়োজনে দৃষ্টান্ত


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : গণবিবাহের কথা অনেকেই শুনেছেন বা দেখেছেন। কিন্তু  গণ উপনয়নের কথা কেউ শুনেছেন কি ?  হ্যাঁ, এমনি এক অভিনব আয়োজন হলো শহর বর্ধমানে। অভিনব এই উদ্যোগের কান্ডারী বর্ধমানের ইছলাবাদ কিরণ সংঘ। 

শ্রীপঞ্চমীর তিথি পেরিয়ে রবিবার সকাল থেকে ক্লাব প্রাঙ্গণে একটা উৎসবের মেজাজ। বিভিন্ন এলাকার মোট ৫১ জনের আজ উপনয়ণের ব্যবস্থা করা হলো।  কিরণ সংঘ নানান ধরনের সামাজিক কাজের সাথে যুক্ত থাকলেও গণ উপনয়নের ব্যবস্থা এই প্রথম। ক্লাবের সম্পাদক শান্তনু বল জানান, তারা গণউপনয়ন করে যেমন খুশি, এলাকার বহু গরিব ও নিম্নবিত্ত ব্রাহ্মণ পরিবারও খুশি হলো। 

যাদের এই উপনয়ন করার মতো সামর্থ্য নেই, সেইসব পরিবারের ছেলেদেরই এদিন উপনয়ন করা হয়।  এই গণ উপনয়নে ছিল প্রত্যেক পরিবারের সকলের খাওয়া দাওয়ার ব্যবস্থা। ছিল আচার অনুষ্ঠানের সমস্ত রকমের আয়োজন।