তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক ক্ষেত্রে বিশাল রদবদল
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক ক্ষেত্রে বিশাল রদবদল করলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তিনি জরুরি বৈঠকে দলের সব কমিটি ভেঙে দিয়ে ২০ জনের জাতীয় কর্মসমিতি গঠন করেছেন। জাতীয় কর্মসমিতির সদস্যদের নাম ঘোষণা করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, সেই তালিকায় আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অমিত মিত্র, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, সুদীপ বন্দ্যোপাধ্যায়, যশবন্ত সিনহা, মলয় ঘটক, শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, অনুব্রত মণ্ডল, চন্দ্রিমা ভট্টাচার্য, জ্যোতিপ্রিয় মল্লিক, কাকলি ঘোষ দস্তিদার, সুখেন্দু শেখর রায়, অসীমা পাতার, গৌতম দেব, বুলুচিক বরাইক ও রাজেশ ত্রিপাঠী।
0 Comments