নজরুল সংঘের রক্তদান শিবির
অতনু হাজরা, জামালপুর : জামালপুরের জানকুলির নজরুল সংঘ বৃহস্পতিবার একটি রক্তদান শিবিরের আয়োজন করে ক্লাব প্রাঙ্গণে।
এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বনবিবি হাই স্কুলের প্রধান শিক্ষক শ্যামল রায়, প্রাক্তন শিক্ষক দিবাকর কোলে, শক্তিপদ কোলে, রতন চন্দ্র ধারা, বর্তমান শিক্ষক বাবলু কুমার ঘোষ, বনবিবিতালা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সৌভিক রায়, রবিলাল মল্লিক, পঞ্চায়েত সদস্য শ্যামলি বিশ্বাস, স্বেচ্ছাসেবী সংস্থা ইচ্ছে ও আকাশ গ্রুপের সদস্যরা। এছাড়া ক্লাবের সম্পাদক, সভাপতি সহ সদস্য ও এলাকার বিশিষ্টজনেরা।
এদিনের শিবিরে ৬০ জন রক্তদাতা রক্তদান করেন। যার মধ্যে ৩৯ জন মহিলা স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহিত রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের হাতে।