Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কুমুদ মেলার প্রস্তুতি তুঙ্গে, ৩ মার্চ কবির বসতভিটেয় বসবে চাঁদের হাট


 

কুমুদ মেলার প্রস্তুতি তুঙ্গে, ৩ মার্চ কবির বসতভিটেয় বসবে চাঁদের হাট 

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : প্রতিবছরের মতো এবছরও আগামী ৩ মার্চ মঙ্গলকোটের কোগ্রামে পল্লীকবি কুমুদরঞ্জন মল্লিকের বসতভিটে 'মধুকর' প্রাঙ্গণে আয়োজিত হবে কুমুদ সাহিত্য মেলা। ওইদিন সকাল ৯টা বিকেল ৫টা অবধি চলবে সাহিত্য বিষয়ক সভা। এবছর কুমুদ সাহিত্য মেলার  উদ্বোধন করবেন কলকাতা হাইকোর্টের দুই প্রখ্যাত আইনজীবী – লেখক জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় ও শীর্ষেন্দু সিংহ রায় এবং বিধান শিশু উদ্যানের সম্পাদক গৌতম তালুকদার। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কলকাতা হাইকোর্টের এজিপি আনসার মন্ডল। বিশেষ অতিথি হিসাবে থাকবেন মঙ্গলকোট থানার আই.সি পিন্টু মুখার্জী, কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী বৈদূর্য ঘোষাল, পল্লব বন্দ্যোপাধ্যায়, মাসুদ করীম। এছাড়াও  পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের বংশধর তথা লেখিকা মহাশ্বেতা বন্দ্যোপাধ্যায়, বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের বংশধর তথা সঙ্গীতশিল্পী সোনালী কাজি, বর্ষীয়ান সাংবাদিক প্রবীর চট্টোপাধ্যায়, পরেশ ঘোষ, বিশিষ্ট উদ্যোগপতি জিয়াজুর রহমান, অবসরপ্রাপ্ত ডেপুটি পুলিশ সুপার দিলীপ রঞ্জন ভাদুড়ি, অবসরপ্রাপ্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট মহম্মদ ইব্রাহিম, বিশিষ্ট সমাজবন্ধু অমরচাঁদ কুন্ডু প্রমুখ। 

কুমুদ মেলা কমিটির প্রধান সংগঠক মোল্লা জসিমউদ্দিন এই খবর দিয়ে জানান, এবছর  'কুমুদ সাহিত্য রত্ন' প্রদান করা হবে পদ্মশ্রীপ্রাপ্ত বিশিষ্ট চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায় -কে, এছাড়াও বিভিন্ন সম্মান যে সমস্ত গুনীজনদের প্রদান করা হবে তাদের মধ্যে রয়েছেন 'বিধান রায় রত্ন'  বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের কার্যনির্বাহী চেয়ারম্যান শ্যামল ঘটক,  'লোচনদাস রত্ন ' ঞপ্রাক্তন পুলিশ কর্তা তথা লোকসংস্কৃতির গবেষক সুখেন্দু হীরা, 'নজরুল ইসলাম রত্ন' রবীন্দ্র ভারতী সোসাইটির সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায়, 'নুরুল হোদা রত্ন' কাটোয়ার বর্ষীয়ান আইনজীবী মাধব কুমার বন্দ্যোপাধ্যায়, 'সমীরণ চৌধুরী রত্ন'  আইজেএ'র রাজ্য সম্পাদক দেবাশিস দাস, 'সমীর রায় রত্ন' পাচ্ছেন বর্ধমান জেলা আদালতের আইনজীবী সঞ্জয় ঘোষ, 'বীরভূম রত্ন' পাচ্ছেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল প্রাপ্ত তৃপ্তি বন্দ্যোপাধ্যায়, 'রেজাউল করিম রত্ন' পাচ্ছেন দক্ষিণবঙ্গের প্রখ্যাত গাইনি চিকিৎসক নাসিমা খোন্দেকার, 'ভোলানাথ ভাদুরি রত্ন' পাচ্ছেন মৃত্যুঞ্জয়ী পুলিশ অফিসার অমিতাভ সেন। 

সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে 'নুতন ভোর' পত্রিকার তরফে সাংবাদিক ধীমান রায়, 'নিউজ স্টারডম' পোর্টালের তরফে চিত্রসাংবাদিক সুবল সাহা, 'সুবক্তা' পত্রিকার তরফে অবসরপ্রাপ্ত বিজ্ঞানী মনোময় ঘোষ, 'সকলের জন্য ' পত্রিকার তরফে সঙ্গীত শিল্পী স্বপন কুমার দাস, 'কামদুঘা' পত্রিকার তরফে অবসরপ্রাপ্ত শিক্ষক নবীনান্দ হাজরা, 'আমার সকাল' পোর্টালের তরফে আইনজীবী অলোক কুমার দাস, 'অমৃতধারা' পত্রিকার তরফে সাহিত্যিক শিবরাম পণ্ডা, 'প্রতিবাদী আওয়াজ' ইউটিউব চ্যানেলের পক্ষে সমাজসেবী পিন্টু ঘোষ, 'বাংলার খবরাখবর' এর তরফে বাচিক শিল্পী নীপা চক্রবর্তী, 'কুশল কুমুদ' লিটিল ম্যাগাজিন এর তরফে শিশু সাহিত্যিক পার্থ মুখোপাধ্যায়দের সম্মান প্রদান করা হবে । 

পাশাপাশি দৈনিক 'মুক্তবাংলা' পত্রিকার তরফে সাংবাদিক দেবাংশু বসাক। 'ডিডিএন নিউজ বাংলা'র তরফে 'খন্ডঘোষ রত্ন' দেওয়া হবে সংস্কৃতি প্রেমি সমাজসেবী অপার্থিব ইসলাম কে এবং 'সাতদিন সংবাদ' ইউটিউব চ্যানেলের তরফে শিক্ষক স্বপনকান্তি চৌধুরীকে স্মারক সম্মান জানানো হবে।

কুমুদ মেলা কমিটির আয়োজকদের পক্ষ থেকে মোল্লা জসিমউদ্দিন এবং সোমনাথ ভট্টাচার্য সাহিত্য-সংস্কৃতিপ্রেমী সকলকে ৩ মার্চ মঙ্গলকোটের কোগ্রামে পল্লীকবি কুমুদ রঞ্জন মল্লিকের বসতভিটে "মধুকর" প্রাঙ্গণে আমন্ত্রণ জানিয়েছেন।