শিব রাত্রির প্রাক্কালে নবরূপে মন্দির উদ্বোধনে সম্প্রীতির নজীর

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

শিব রাত্রির প্রাক্কালে নবরূপে মন্দির উদ্বোধনে সম্প্রীতির নজীর


 

শিব রাত্রির প্রাক্কালে নবরূপে মন্দির উদ্বোধনে সম্প্রীতির নজীর 


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরে এক অনন্য সম্প্রীতির নজির দেখা গেল আজ।  আগামীকাল মহাশিবরাত্রি আর ঠিক তার আগের দিনই জামালপুরের দোলোর ডাঙ্গা এলাকায় একটি শিব মন্দিরের উদ্বোধন করলেন একজন মুসলিম মানুষ যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি তথা জামালপুরে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খান। ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি। এছাড়াও উপস্থিত ছিলেন জামালপুর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান ডলি নন্দী, উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল সহ এলাকার নেতৃত্বরা। 

এই দোলোর ডাঙ্গা এলাকায় এই শিব মন্দির দীর্ঘ দিন ধরেই ছিল। কিন্তু মন্দিরটি জরাজীর্ণ অবস্থায় ছিল। এলাকার মানুষ এই মন্দির নির্মাণ করার জন্য পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খানের কাছে দরবার করে। সেই মোতাবেক মেহেমুদ খান পঞ্চায়েতের উপপ্রধান সাহাবুদ্দিন মন্ডলকে দায়িত্ব দেন। সেই মন্দিরটি সুন্দরভাবে অত্যাধুনিকভাবে তৈরি করে  উদ্বোধন করা হলো। বিধায়ক অলোক কুমার মাঝি বলেন পশ্চিমবঙ্গ এমনই একটি রাজ্য যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি সর্বদাই বজায় থাকে। আর সে বিষয়ে মুখ্যমন্ত্রী সদা সর্বদাই সজাগ থাকেন। আর তাঁর সৈনিক হিসাবে তাঁরা সেই ধারা বজায় রেখে চলেছেন। আজ সেই সম্প্রীতিই দেখা গেল।

 মেহেমুদ খান বলেন, ধর্ম যার যার উৎসব সবার।আগামীকাল মহা শিবরাত্রি সেই উৎসবের আগে এই মন্দির সর্ব সাধারণের জন্য খুলে দেওয়া হলো। মন্দির টি নতুন করে তৈরি করতে প্রায় সাড়ে চার লক্ষ টাকা খরচ হয়েছে।


Post a Comment

0 Comments