বনবিবি মেলার উদ্বোধনে খুশির জোয়ার

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

বনবিবি মেলার উদ্বোধনে খুশির জোয়ার


বনবিবি মেলার উদ্বোধনে খুশির জোয়ার 

অতনু হাজরা, জামালপুর : জামালপুর ব্লকের মা বনবিবি মেলার শুভ উদ্বোধন করলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান এবং বিডিও শুভঙ্কর মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন জামালপুর ১ নং গ্ৰাম পঞ্চায়েতের প্রধান ডলি নন্দী, উপপ্রধান সাহাবুদ্দিন মন্ডল, জামালপুর থানার সেকেন্ড অফিসার রতন দাস, সাব-ইন্সপেক্টর সৌরভ দত্ত সহ স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক ও সহশিক্ষক মন্ডলী এছাড়াও এলাকার অধিবাসীবৃন্দ। এছাড়াও ছিলেন এই মেলার অন্যতম সংগঠক মেলার খাদেম মীর সাহাবুদ্দিন ও মীর সাইফুদ্দিন।
বিডিও শুভঙ্কর মজুমদার ও পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান মেলা কমিটিকে কোভিড গাইড মেনে চলার আবেদন করেন।
এলাকাবাসীর চাহিদা মতো একটি উচ্চ বাতি স্তম্ভ উপহার দেবেন বলে পঞ্চায়েত সমিতির সভাপতি জানান। এছাড়া বনবিবিতলা উচ্চ বিদ‍্যালয়ের এক ছাত্রী কে রাজ‍্য স্তরে কবাডিতে অংশগ্রহণ করার জন্য পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ১০ হাজার টাকা আর্থিক সাহায্য করেন। সব মিলিয়ে মা বনবিবি মেলার উদ্বোধনে এলাকার মানুষ খুশিতে ভরপুর।

Post a Comment

0 Comments