চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

তৃণমূল কংগ্রেসে ব্যাপক রদবদল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়


 

তৃণমূল কংগ্রেসে ব্যাপক রদবদল করলেন মমতা বন্দ্যোপাধ্যায় 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় স্তরে ব্যাপক রদবদল করা হলো। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ২০ জনের জাতীয় কর্ম সমিতি গঠনের পর শুক্রবার আরও একদফা রদবদল করলেন। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদ ফিরে পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সহ সভাপতি পদে যশবন্ত সিনহা, সুব্রত বক্সী, চন্দ্রিমা ভট্টাচার্য। কোষাধ্যক্ষ পদে অরূপ বিশ্বাস। সমন্বয়ের দায়িত্বে ফিরহাদ হাকিম। এছাড়া নীতি নির্ধারণ কমিটিতে  যশবন্ত সিনহা, অমিত মিত্র। জাতীয় মুখপাত্র সুখেন্দুশেখর রায়। রাজ্যসভার অধিবেশনে মুখপাত্র হলেন সুখেন্দু শেখর রায়, লোকসভায় কাকলী ঘোষ দস্তিদার। 

শুক্রবার তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দলের  শীর্ষনেতৃত্বের সঙ্গে জরুরি বৈঠক করেন। সেই বৈঠকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৩ পুরসভার মেয়রদের নামও এদিন ঘোষণা করেছেন। বিধাননগরের মেয়র হচ্ছেন কৃষ্ণা চক্রবর্তী। চেয়ারম্যান করা হলো সব্যসাচী দত্তকে। এছাড়া ডেপুটি মেয়র হচ্ছেন অনিতা মণ্ডল। আসানসোলের মেয়র হচ্ছেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি তথা বিধায়ক বিধান উপাধ্যায়। ডেপুটি মেয়র মন্ত্রী মলয় ঘটক এর ভাই অভিজিৎ ঘটক। চন্দননগরের মেয়র হচ্ছেন রাম চক্রবর্তী।