Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

স্বাস্থ্য মেলার উদ্বোধন


 

স্বাস্থ্য মেলার উদ্বোধন 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : 'স্বাস্থ্যই সম্পদ' এই শ্লোগানকে সামনে রেখে বর্ধমান টাউন হল প্রাঙ্গণে শুরু হয়েছে  স্বাস্থ্যমেলা ২০২২। সান হসপিটাল ও সেবা পলি ক্লিনিকের উদ্যোগে এই মেলা চলবে ২৩ শে ফেব্রুয়ারি পর্যন্ত। রবিবার দুপুরে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে চতুর্থ বর্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি তথা রায়নার বিধায়ক শম্পা ধাড়া। উপস্থিত ছিলেন জেলা পরিষদের জনস্বাস্থ্য দপ্তরের কর্মাধ্যক্ষ বাবুল ইসলাম, সমাজসেবী প্রসেনজিৎ দাস, মেলার উদ্যোক্তা সেখ আলহাজ উদ্দিন, উডল্যান্ড নার্সিং হোম এর কর্ণধার সোমনাথ দাস সহ অন্যান্যরা। পতিতারা সকলেই বক্তব্য রাখতে গিয়ে স্বাস্থ্য মেলা সাফল্য কামনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মৌসুমী ব্যানার্জি এবং সাংবাদিক ও সমাজকর্মী শফিকুল ইসলাম।

মেলার উদ্যোক্তা শেখ আলহাজ উদ্দিন জানান, করোনার আতঙ্ক থেকে মুক্ত হয়ে, কেনা ভালো থাকতে চায় ? তাই ভালো থাকার সুলুক সন্ধান নিয়ে, বিপুল সমারোহে সুস্থ থাকার বার্তা দিতেই চতুর্থ বর্ষ স্বাস্থ্য মেলার আয়োজন করা হয়েছে। তিনি বর্ধমান বাসের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন এই মেলায়। মেলায় প্রতিদিনই থাকছে ফ্রী হেলথ চেকআপ, মেডিসিন চক্ষু, শিশু, স্ত্রীরোগ, ক্যান্সার, হৃদরোগ, ও বক্ষরোগ। ফ্রী ইনভেস্টিগেশন - সুগার, ব্লাড গ্রুপ। এছাড়া প্রতিদিন বিকেল ৩ টা থেকে স্বাস্থ্য বিষয়ক আলোচনা। উপস্থিত থাকবেন বিশিষ্ট চিকিৎসকবৃন্দ। উদ্বোধনের প্রাক্কালে আজ সকালে শিশুদের জন্য ছিল অঙ্কন প্রতিযোগিতা। স্থানাধিকারী দিয়ে পুরস্কৃত করার সঙ্গে প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র। এছাড়া অন্যান্য দিনেও রয়েছে সংগীত, নৃত্য, আবৃত্তি এবং ক্যুইজ কম্পিটিশন। মেলায় প্রতিদিনই থাকছে সানিও এবং বহিরাগত শিল্পী সমন্বয়ে আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান।