Scrooling

আর জি কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে উত্তাল পশ্চিমবঙ্গ, প্রতিবাদ সর্বস্তরে # প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

উত্তরায়ণের সাদর আহ্বানে শুরু হলো বর্ধমান মাঘ উৎসব


উত্তরায়ণের সাদর আহ্বানে শুরু হলো বর্ধমান মাঘ উৎসব 

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী :  শিকড়ের টানে মাটির গানে শুরু হয়েছে অষ্টম বর্ষ বর্ধমান মাঘ উৎসব। বর্ধমান টাউন হল প্রাঙ্গণে উত্তরায়নের সাদর আহ্বানে শিল্প সাহিত্য সংস্কৃতির মেলবন্ধন। মঙ্গলবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মাঘোৎসব এর উদ্বোধন করেন কাশীপুর উদ্যানবাটীর অধ্যক্ষ স্বামী দিব্যানন্দ মহারাজ এবং বর্ধমান রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক তদভিদানন্দ মহারাজ। অনুষ্ঠানে সম্মানীয় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বিশিষ্ট আইনজীবী অরূপ দাস, বর্ধমান রাজ কলেজের অধ্যক্ষ ডঃ  নিরঞ্জন মন্ডল, বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ ডঃ দেবাশীষ নাগ, অধ্যাপক শ্রীধর ব্যানার্জি, সমাজসেবী সাদ্দাম হোসেন, বিশিষ্ট চিকিৎসক ডাঃ কিরণ চন্দ্র দাস সহ অন্যান্যরা।

বর্ধমান মাঘ উৎসব কমিটির সভাপতি পরেশ চন্দ্র সরকার বলেন, গত দু'বছরের যে করোনা মহামারী, যা এখনো স্তিমিত হলেও নিঃশেষ হয়নি। তা আমাদের এই শিক্ষা দিয়ে গেছে যে মনুষ্যত্বের প্রবল শক্তি দিয়ে জীবনের বিপর্যয় কে অতিক্রম করতে হয়। উৎসবের দিনে মানুষ একত্র হয়, তার অন্তরের মনুষ্যত্বের শক্তিকে অনুভব করতে। মানুষ মানুষের সার্থক মিলনেই একক মানুষ নিজের ক্ষুদ্রতার বন্ধন ছিন্ন করে বৃহতের বন্ধনে বাঁধা পড়ে। তৈরি হয় সমাজের নতুন পরিচয় লিপি। ভাবীকাল সেই পরিচয় লিপির পথ ধরে এগিয়ে চলে তৈরি হয় উন্নত থেকে উন্নত সমাজ। বর্ধমান মাঘ উৎসব এই বার্তাকেই বহন করে সবার মধ্যে ছড়িয়ে দেবার দায়িত্বে বারবার ফিরে আসে। এবারের উৎসব চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। উৎসব প্রাঙ্গণে বিভিন্ন স্টলে রয়েছে হস্তশিল্পের সামগ্রী। প্রতিদিন উৎসব মঞ্চে বিকেল সাড়ে চারটে থেকে স্থানীয় ও অতিথি শিল্পী সমন্বয়ে আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয় সরকারি কোভিড বিধিনিষেধ মেনেই আয়োজিত হচ্ছে বর্ধমান মাঘ উৎসব।