চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

কড়া নিরাপত্তায় বুথে বুথে পাঠানো হচ্ছে ইভিএম মেশিন


 

কড়া নিরাপত্তায় বুথে বুথে পাঠানো হচ্ছে ইভিএম মেশিন 


কাজল মিত্র, আসানসোল : আসানসোলের ধাদকা পলিটেকনিক কলেজের ডিসিআরসি থেকে বিভিন্ন বুথে বুথে পাঠানো হচ্ছে ইভিএম মেশিন। যার কারণে ধাদকা পলিটেকনিক কলেজকে পুরোপুরি ভাবে কড়া নিরাপত্তা দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রতিটি বুথে যাতে  ইভিএম মেশিন পাঠাতে  কোনো বাধা বিপত্তি না হয় সেজন্য প্রতিটি রাস্তায় পুলিশ দিয়ে ঘিরে ফেলা হয়েছে। এছাড়া পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থাও করা হয়।  যানজট যাতে না হয় সেজন্য যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল  আসানসোল মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের ১০৬টি ওয়ার্ডে অনুষ্ঠিত হবে নির্বাচন। 

 ১০৬টি ওয়ার্ডে মোট বুথের সংখ্যা ১১৮২ টি। ১২ ফেব্রুয়ারি আসানসোল  পৌর নিগমের দক্ষিণে ২২ টি, উত্তরে ৩২ টি, রানিগঞ্জে ১১ টি, কুলটিতে ২৮ টি, জামুড়িয়ায় ১৩ টি ওয়ার্ডে মোট ৯ লক্ষ ৪৩ হাজার ৯০ জন ভোটার এদিন ভোটাধিকার প্রয়োগ করবেন।আসানসোল পলিটেকনিক কলেজ ডিসিআরসি কেন্দ্র থেকে পোলিং কর্মীরা তাদের নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এজন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি বুথে একজন প্রিজাইডিং অফিসার সহ মোট চারজন পোলিং অফিসার থাকবেন।  করোনার কারণে বিপুল সংখ্যক ভোট কর্মী রিজার্ভ রাখা হয়েছে।১৪ ফেব্রুয়ারি  ১০৬ টি ওয়ার্ডের ভোট গণনা হবে

ধাদকার পলিটেকনিক কলেজে। এখানে তৈরি হয়েছে স্ট্রংরুম। তাই গোটা এলাকায় রয়েছে পুলিশের নজরদারি।