২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভার ভোটের নির্ঘণ্ট ঘোষণা হলো

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভার ভোটের নির্ঘণ্ট ঘোষণা হলো


 

২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভার ভোটের নির্ঘণ্ট ঘোষণা হলো 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : রাজ্যের মোট ১০৮ টি পুরসভায় ভোটগ্রহণ হবে ২৭  ফেব্রুয়ারি।  বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। ১০ফেব্রুয়ারি স্কুটিনি এবং ১২ ফেব্রুয়ারি নাম প্রত্যাহারের দিন ধার্য করে দিয়েছে নির্বাচন কমিশন। রাজ্য নির্বাচন কমিশনের নির্ঘণ্ট ও ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রতিটি জেলায় পুরসভা গুলি প্রার্থীদের মনোনয়নের জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। বর্ধমান মেমারি গুসকরার মনোনয়নপত্র জমা নেয়া হবে জেলা নিউ কালেক্টর বিল্ডিংয়ে।  কাটোয়া মহকুমা শাসকের কার্যালয় কাটোয়া পুরসভা এবং দাঁইহাট পুরসভার মনোনয়নপত্র জমা নেওয়া হবে। কালনা মহকুমা শাসকের কার্যালয়ে জমা নেয়া হবে কালনা পূরসভার প্রার্থীদের মনোনয়নপত্র। 

পূর্ব বর্ধমান জেলার ৬ পুরসভা ভোটগ্রহণ হবে আগামী ২৭ ফেব্রুয়ারি। এই পুরসভায় ৩৫টি ওয়ার্ডের মধ্যে ১২টি ওয়ার্ড মহিলা সংরক্ষিত হওয়ায় শাসকদলের কয়েক জন হেভিওয়েট নেতাকে এবার প্রতিদ্বন্দ্বিতা করতে হলে অন্য ওয়ার্ডে দাঁড়াতে হবে। যেসব হেভিওয়েট কাউন্সিলারদের ওয়ার্ড মহিলা সংরক্ষিত হয়েছে তার মধ্যে রয়েছেন বর্ষীয়াণ নেতা পরেশ সরকার (১০ নং ওয়ার্ড), প্রাক্তন উপ পুরপতি খন্দেকার মহম্মদ শহীদুল্লাহ (২৬নং ওয়ার্ড), অরূপ দাস (৩৩ নং ওয়ার্ড), খোকন দাস (২৩ নং ওয়ার্ড), মহম্মদ সেলিম (৬নং ওয়ার্ড)। এদের মধ্যে ২৬ নং ওয়ার্ডের খন্দেকার মহম্মদ শহীদুল্লাহ গত পুরবোর্ডের উপ-পৌর পতি ছিলেন। অরূপ দাস ছিলেন গত পুর বোর্ডে র পুরপতি পরিষদের সদস্য। পুরপতি পারিষদ ছিলেন বর্তমানে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসও। এছাড়াও মহিলাদের জন্য সংরক্ষিত হয়েছে ৩, ৭, ১৩, ৩০, ৩৩ নং ওয়ার্ড। ২, ৭, ১০, ১৩, ১৭, ২০, ২৩, ২৬, ৩০ ও ৩৩ নং ওয়ার্ড গুলি সাধারণ মহিলাদের জন্য এবং ৩ ও ৬ নং ওয়ার্ড তপশিলী জাতি মহিলাদের জন্য সংরক্ষিত হয়েছে।

এখন শুধুই রাজনৈতিক দলগুলোর প্রার্থী ঘোষণার অপেক্ষায় রয়েছেন দলীয় কর্মীরা। এদিকে পূর্ব বর্ধমান জেলা বামফ্রন্ট আজ বিকেল ৪ টায় দলীয় কার্যালয়ে প্রেস কনফারেন্স ঠেকেছে। হয়তো এই বৈঠকে প্রার্থী তালিকা ঘোষণা করবে। তৃণমূল কংগ্রেস আগামীকাল প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বলে সূত্রের খবর।


Post a Comment

0 Comments