প্রয়াত জওয়ানকে পুলিশের শেষ শ্রদ্ধা
অতনু হাজরা, জামালপুর : প্রয়াত হয়েছেন সিআরপিএফ জওয়ান প্রশান্ত কুমার পাল। তাঁর বাড়ি জামালপুর থানার কাঠুড়িয়া পাড়ায়। জামালপুর থানার ওসি মিঠুন কুমার ঘোষ জানান, তিনি ছুটিতে বাড়িতে এসে রোগভোগে প্রয়াত হয়েছেন। আজ জামালপুর থানার পক্ষ থেকে সেকেন্ড অফিসার রতন দাস প্রয়াত জওয়ান প্রশান্ত কুমার পাল এর বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। জওয়ানের মৃত্যুতে এলাকার মানুষ শোকস্তব্ধ।