ডিস্কো কিং বাপ্পি লাহিড়ি আর নেই
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : সাত সকালেই মন খারাপের খবর। ভারতের সংস্কৃতি জগতের বড় দুর্দিন চলছে। একের পর এক নক্ষত্র পতন হয়েই চলেছে। ১০ দিনে যেন ছারখার হয়ে গেল সবকিছু। ৬ ফেব্রুয়ারি সঙ্গীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের জীবনাবসানের পর ১৫ ফেব্রুয়ারি প্রয়াত হলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। এবার চলে গেলেন সংগীত পরিচালক তথা গায়ক বাপ্পি লাহিড়ি। বুধবার সাত সকালেই তারকার মৃত্যুর খবর এল আবর সাগরের পাড় থেকে। মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত হয়েছেন ‘ডিস্কো কিং’। বয়স হয়েছিল ৬৯ বছর।
বাপ্পি লাহিড়ি'র প্রয়াণে শোকাহত সংবাদ প্রভাতী পরিবারের সদস্যরা। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি। পরিবারের সকলের প্রতি সমবেদনা জানাই।