করোনা শূন্য শহর

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

করোনা শূন্য শহর

 


করোনা শূন্য শহর 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : করোনার তৃতীয় ঢেউয়ের সংক্রমণ নিম্নমুখী হওয়ার পর এই প্রথম আজ বর্ধমান শহর সংক্রমণ শূন্য। গত ২৪ ঘণ্টায় পূর্ব বর্ধমান জেলায় ১১ জন করোনা আক্রান্ত হলেও শহর বর্ধমানের নতুন করে কেউ আক্রান্ত হননি। জেলায় মৃত্যুরও কোনও খবর নেই। স্বাভাবিকভাবেই প্রশাসন সহ স্বাস্থ্য কর্তারা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। 

গত ২৪ ঘণ্টায় পূর্ব বর্ধমান জেলার ১১ জন নাগরিক করোনা আক্রান্ত হয়েছেন এর মধ্যে আউসগ্রাম ১ নম্বর ব্লকে আক্রান্ত হয়েছেন ২ জন, আউসগ্রাম ২ নম্বর ব্লকে আক্রান্ত হয়েছেন ১ জন, গলসি ২ ব্লকে আক্রান্ত হয়েছেন ১ জন জামালপুর ব্লকে আক্রান্ত হয়েছেন ২ জন, কালনা ১ ব্লকে ১ জন, খন্ডঘোষ ব্লকে ১ জন, মঙ্গলকোট ব্লকে ১ জন, পূর্বস্থলি ১ নম্বর ব্লকে ১ জন, কাটোয়া পৌর এলাকায় ১ জন। এছাড়া অন্য জেলা থেকে আগত ২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।


Post a Comment

0 Comments