Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বর্ধমানে মনোনয়নপত্র জমা দিলো বাম প্রার্থীরা


 

বর্ধমানে মনোনয়নপত্র জমা দিলো বাম প্রার্থীরা 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : রাজ্য নির্বাচন কমিশন পৌরভোটের নির্ঘন্ট ঘোষণা করার সঙ্গে সঙ্গেই ময়দানে নেমে পড়েছে বামপন্থীরা। পূর্ব বর্ধমান জেলায় ৬ টি পুরসভায় বামপন্থীরা শাসকদলের আগেই প্রার্থী তালিকা ঘোষণা করে রীতিমতো চমক দিয়েছে। এবার শাসক দল তৃণমূল কংগ্রেসের আগে সিপিআইএম বর্ধমান পৌরসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছে সবার আগে। প্রার্থী তালিকা প্রকাশ ও মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি-কে পিছনে ফেলে এগিয়ে চলেছে। বর্ধমান শহর জুড়ে তৃণমূল কংগ্রেসের তুমুল বিক্ষোভের মাঝেই সোমবার বামফ্রন্ট নিজেদের প্রার্থীদের মনোনয়নপত্র জমা করার কাজটি সেরে ফেললো। 

এদিন সিপিএমের জেলা কার্যালয় থেকে দলীয় নেতৃত্বকে সঙ্গে নিয়ে মিছিল করে পূর্ব বর্ধমান জেলা শাসকের দপ্তরে বাম প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিতে আসে। প্রার্থীদের সঙ্গে মিছিলে হাঁটেন সিপিএমের জেলা নেতা অপূর্ব চট্টোপাধ্যায়, তাপস সরকার, নজরুল ইসলাম, ফরোয়ার্ড ব্লক নেতা বাসুদেব ওঝা সহ অন্যান্যরা। 

পূর্ব বর্ধমান জেলার ছাত্রর নেতা তথা বর্ধমান পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সিপিআইএম  প্রার্থী অনির্বাণ রায়চৌধুরী বলেন  কর্মসংস্থান, দুর্নীতি, স্বজনপোষণ সহ অন্যান্য ইস্যুতে লড়াই শুরু হয়ে গেছে। দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছ পৌর প্রশাসন একমাত্র বামপন্থীরাই দিতে পারে। আগামী পৌরসভা নির্বাচনে বর্ধমান পৌরসভায় বাম বোর্ড তৈরীর ব্যাপারে তাঁরা আশাবাদী।