কেন্দ্রীয় বাজেটকে জনবিরোধী আখ্যা দিয়ে পথে নামলো এস ইউ সি আই সি
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : কেন্দ্রীয় বাজেটকে জনবিরোধী আখ্যা দিয়ে পথে নামলো এস ইউ সি আই সি। আজ দুর্গাপুরে এস ইউ সি আই সি'র উদ্যোগে জনবিরোধী কেন্দ্রীয় বাজেট ২০২২ এর বিরুদ্ধে বিক্ষোভ দেখায় সংগঠনের নেতাকর্মীরা। এদিন একটি বিক্ষোভ সভাও করেন তাঁরা। বিভিন্ন বক্তা বলেন, ২০২২ এর কেন্দ্রীয় বাজেট দিশাহীন, এই বাজেট কেবলমাত্র দেশি-বিদেশি বহুজাতিক সংস্থার লালসা চরিতার্থ করছে। এই বাজেট এক বিরাট প্রতারণা, যখন দেশবাসী মূল্যবৃদ্ধির চাপে বিপর্যস্ত, প্রতিনিয়ত কাজ হারানো মানুষের সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য শিক্ষা সহ যে সমস্ত পরিষেবা গুলো থেকে সাধারণ মানুষ গত দু'বছর ধরে করোনা অতিমারিতে বঞ্চিত, ২০২২ এর বাজেট সেদিকে দৃষ্টিপাত করেনি। প্রতিনিয়ত আর্থিক ক্ষমতা ক্রমহ্রাসমান, সাধারণ মানুষের হাতে সরাসরি অর্থসংস্থানের কোন ব্যবস্থা রাখেনি। নতুন প্রতারণার কুটকৌশল ক্রিপ্টোকারেন্সি চালু করা হচ্ছে। যার মারফত সম্পদের হস্তান্তর হবে অর্থনৈতিক ব্যবস্থাতে এর কোনো প্রতিফলন না রেখে। এই বাজেট আরেকবার নগ্নভাবে উদ্ভাসিত করল বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের অভিরূপ। জনসাধারণের দাবি-দাওয়া এবং আশা আকাঙ্ক্ষার প্রতি পুরোপুরি নির্বিকার এবং সাথে সাথে তারা তাদের যথার্থ প্রভু কর্পোরেট দের স্বার্থে কাজ করে চলেছে।
এই জনবিরোধী বাজেটের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এস ইউ সি আই সি নেতৃত্ব। বুধবারের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এস ইউ সি আই সি নেতা সোমনাথ বন্দ্যোপাধ্যায়, বিশ্বনাথ মন্ডল, সুচেতা কুণ্ডু প্রমুখ।