চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # বাংলার চিকিৎসক উজ্জ্বল পোদ্দার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেরার তালিকায় #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

করোনা অতিমারি আবহের পর স্কুল পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণ


 

করোনা অতিমারি আবহের পর স্কুল পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণ 


অতনু হাজরা, পানাগড় : করোনা অতিমারি আবহের পর স্কুল খুললে জামালপুরের বেরুগ্রাম আচার্য্য গিরিশ চন্দ্র বসু বিদ্যাপীঠের ছাত্র ছাত্রীদের নিয়ে মঙ্গলবার একটি শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করে। ছাত্র-ছাত্রীদের নিয়ে যাওয়া হয়েছিল পানাগরের কাছে দেউল পরিবেশ উদ্যানে। একদিকে অজয় নদ ঠিক তার পাড়েই আছে ইছাই ঘোষ প্রতিষ্ঠিত দেউল।

 যেখানে রয়েছে একটি শিবলিঙ্গ। অষ্টাদশ শতকের মধ্যভাগে তৈরি এই মন্দির। আর এখানেই আছে মনোমুগ্ধকর পরিবেশে দেউল পার্ক। যেখানে হরিণের চাউনি আর প্রাকৃতিক পরিবেশে চোখ জুড়িয়ে যায়। 

বাচ্চা দের মনোরঞ্জনের জন্য রয়েছে একাধিক ব্যবস্থা। বিদ্যালয় থেকে ১১০ জন ছাত্র ছাত্রীদের নিয়ে শেখ নূর আলী, সোমা হালদার, বিপ্লব ঘোষ, দেবাশীষ মালিক সহ ৮ জন শিক্ষক শিক্ষিকা গিয়েছিলেন এই ভ্রমণে। করোনা অতিমারি আবহে দীর্ঘদিন বন্ধ থাকার পর স্কুল খুলে এই রকম একটা ভ্রমণে গিয়ে ছাত্র ছাত্রীরা বেজায় খুশি।


Post a Comment

0 Comments