Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

গুসকরা উৎসবে সাহিত্য সভায় লাল পাহাড়ির শ্রষ্ঠাকে সম্বর্ধনা


 

গুসকরা উৎসবে সাহিত্য সভায় লাল পাহাড়ির শ্রষ্ঠাকে সম্বর্ধনা 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : "লাল পাহাড়ির দেশে যা রাঙামাটির দেশে যা  হেথা তুকে মানাইচ্ছেনারে " এই গানের কথাকার কবি অরুণ চক্রবর্তী কে গুসকরা কামদুঘা পত্রিকার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁকে  "মানীশ্রী সাধক কবি কমলাকান্ত " সম্মানে ভূষিত করা হয়। পত্রিকার সম্পাদক ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায় তাঁর হাতে অন্যান্য কবিদের মাঝে এই সম্মান তুলে দেন। শুক্রবার সকাল থেকেই নিম্নচাপের বৃষ্টির  মাঝেই গুসকরা রটন্তী মেলা গুসকরা উৎসবে কামদুঘা পত্রিকা আয়োজিত  সাহিত্য সভা অনুষ্ঠিত হয়। এদিন সকাল থেকে বিকাল গড়িয়ে গেল অনুষ্ঠানটি শেষ হতে। কলকাতা, দমদম, মধ্যমগ্রাম, বাঁকুড়া, দুর্গাপুর, বীরভূম, বর্ধমান, হাওড়া এবং চন্দননগর থেকে কবি সাহিত্যিকগন উপস্থিত হয়েছিলেন। পার্শ্ববর্তী এলাকা থেকে ৬৭ জন কবি সাহিত্যিক উপস্থিত ছিলেন। শিব শঙ্কর বক্সী, কল্পনা রায়, তারা সরকার, রীতা সাউ, সুফি রফিকুল ইসলাম, শেখ হাসানুর জামান, এহসান সনম,   ডাঃ সদরুল  আলম,  শেখ হাফিজুর রহমান, মৈত্রেয়ী ব্যানার্জী, সুজাতা বক্সী, দুলার সুর, শিজনি বসু, শিখা বসু,  হেমন্ত ভট্টাচার্য সহ বহু বিশিষ্ট কবি সাহিত্যিক উপস্থিত ছিলেন। প্রত্যেককে স্মারক, মানপত্র ও গোল্ডেন মেডেল দিয়ে সম্বর্ধনা জানানো হয়। আমন্ত্রিত সকলে আসতে না পারার জন্য আগামী দু-তিন মাসের মধ্যেই পুনরায় কামদুঘা পত্রিকা আবার অনুষ্ঠান করবে বলে জানান ও সকলকে আগামী অনুষ্ঠানে আসার আহ্বান জানান কামদুঘা পত্রিকার সম্পাদক বন্দ্যোপাধ্যায়। এই বৃষ্টির মধ্যে যাঁরা এসেছিলেন তাদের পত্রিকার পক্ষ থেকে সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি।