গুসকরা উৎসবে সাহিত্য সভায় লাল পাহাড়ির শ্রষ্ঠাকে সম্বর্ধনা

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

গুসকরা উৎসবে সাহিত্য সভায় লাল পাহাড়ির শ্রষ্ঠাকে সম্বর্ধনা


 

গুসকরা উৎসবে সাহিত্য সভায় লাল পাহাড়ির শ্রষ্ঠাকে সম্বর্ধনা 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : "লাল পাহাড়ির দেশে যা রাঙামাটির দেশে যা  হেথা তুকে মানাইচ্ছেনারে " এই গানের কথাকার কবি অরুণ চক্রবর্তী কে গুসকরা কামদুঘা পত্রিকার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁকে  "মানীশ্রী সাধক কবি কমলাকান্ত " সম্মানে ভূষিত করা হয়। পত্রিকার সম্পাদক ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায় তাঁর হাতে অন্যান্য কবিদের মাঝে এই সম্মান তুলে দেন। শুক্রবার সকাল থেকেই নিম্নচাপের বৃষ্টির  মাঝেই গুসকরা রটন্তী মেলা গুসকরা উৎসবে কামদুঘা পত্রিকা আয়োজিত  সাহিত্য সভা অনুষ্ঠিত হয়। এদিন সকাল থেকে বিকাল গড়িয়ে গেল অনুষ্ঠানটি শেষ হতে। কলকাতা, দমদম, মধ্যমগ্রাম, বাঁকুড়া, দুর্গাপুর, বীরভূম, বর্ধমান, হাওড়া এবং চন্দননগর থেকে কবি সাহিত্যিকগন উপস্থিত হয়েছিলেন। পার্শ্ববর্তী এলাকা থেকে ৬৭ জন কবি সাহিত্যিক উপস্থিত ছিলেন। শিব শঙ্কর বক্সী, কল্পনা রায়, তারা সরকার, রীতা সাউ, সুফি রফিকুল ইসলাম, শেখ হাসানুর জামান, এহসান সনম,   ডাঃ সদরুল  আলম,  শেখ হাফিজুর রহমান, মৈত্রেয়ী ব্যানার্জী, সুজাতা বক্সী, দুলার সুর, শিজনি বসু, শিখা বসু,  হেমন্ত ভট্টাচার্য সহ বহু বিশিষ্ট কবি সাহিত্যিক উপস্থিত ছিলেন। প্রত্যেককে স্মারক, মানপত্র ও গোল্ডেন মেডেল দিয়ে সম্বর্ধনা জানানো হয়। আমন্ত্রিত সকলে আসতে না পারার জন্য আগামী দু-তিন মাসের মধ্যেই পুনরায় কামদুঘা পত্রিকা আবার অনুষ্ঠান করবে বলে জানান ও সকলকে আগামী অনুষ্ঠানে আসার আহ্বান জানান কামদুঘা পত্রিকার সম্পাদক বন্দ্যোপাধ্যায়। এই বৃষ্টির মধ্যে যাঁরা এসেছিলেন তাদের পত্রিকার পক্ষ থেকে সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি।


Post a Comment

0 Comments