তিন দিনের আদিবাসী মেলা শুরু জামালপুরে

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

তিন দিনের আদিবাসী মেলা শুরু জামালপুরে


 

তিন দিনের আদিবাসী মেলা শুরু জামালপুরে 


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরে পাঁচড়া কিষানমান্ডিতে শুরু হলো তিন দিন ব্যাপি জয় জোহার মেলা। মেলার উদ্বোধন করেন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি। ছিলেন ব্লকের বিডিও শুভঙ্কর মজুমদার, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দেবু হেমব্রম, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মিঠু মাঝি, জেলা পরিষদের সদস্য সতীশ মুর্মু,  ব্লক কৃষি আধিকারিক সঞ্জীবুল ইসলাম, পাঁচড়া পঞ্চায়েতের প্রধান লালু হেমব্রম, উপ প্রধান বিকাশ পাকড়ে, আদিবাসী নেতা তারক টুডু সহ আরো অনেকে।

 মেলার মধ্যে ক্ষুদ্র কুটির শিল্পের নানা হাতে গড়া জিনিসের স্টল করা হয়েছে। অনেক আদিবাসী ভাই বোনেরা এই স্টল করেছেন। নৃত্য- গীত সহযোগে মেলার উদ্বোধনী অনুষ্ঠান জমজমাট হয়ে ওঠে।


Post a Comment

0 Comments