Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আফ্রিকান স্ট্রিপেড হায়না উদ্ধার


 

আফ্রিকান স্ট্রিপেড হায়না উদ্ধার 


কাজল মিত্র, আসানসোল : বারাবনি ব্লকের পুঁচড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নতুনডিহি গ্রামের জঙ্গলে ধরা পড়লো এক আফ্রিকান স্ট্রিপেড হায়না। জানা যায়,  নতুনডিহি গ্রামের মানুষজন গতকাল রাতে বাঘের বিকট গর্জনের মতো শব্দ শুনতে পায়। বৃহস্পতিবার সকালে গ্রামের মানুষজন জঙ্গলের দিকে দেখতে পায় স্ট্রিপেড হায়নাটিকে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বারাবনি থানায়  এবং সরিষাতলী ফরেস্ট বিট অফিসার অসীম বাউরিকে ও গৌরান্ডি বন দপ্তরে। 

পুলিশ ও বনদপ্তরের কর্মীদের যৌথ প্রচেষ্টায় জাল বেঁধে ধরে ফেলা হয় ওই আফ্রিকান স্ট্রিপেড হায়নাটিকে। তাকে নিয়ে আসা হয় রূপনারায়পুর ফরেস্ট এলাকায়। 

রূপনারায়পুর রেঞ্জের রেঞ্জ অফিসার অচিন্ত্য সরকার জানান, এইরকম যে কোনো প্রকৃতির প্রাণী দেখলে সর্ব প্রথম সামনের ফরেস্ট অফিস বা পুলিশ প্রশাসনকে জানানো উচিত। কেউ অযথা তাদের সামনে যাবার চেষ্টা করবেন না।

তিনি আরো বলেন জঙ্গলের পরিসর বৃদ্ধি পাওয়ার ফলে নিয়মিত ওয়ার্ল্ড লাইফ আসতে শুরু করেছে। আজ নতুনডিহি গ্রামের জঙ্গল থেকে একটি আফ্রিকান স্ট্রিপেড হায়না ধরা পড়েছে। আরও একটি স্ট্রিপেড হায়না রয়েছে বলে আশঙ্কা রয়েছে। বর্তমানে এই হায়নাটিকে চিকিৎসা করে দুই দিনের জন্য পর্যবেক্ষণ করা হবে তারপর উচ্চ অধিকারদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।