চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

শিক্ষার্থীদের ক্যাম্প করে ভ্যাকসিন


 

শিক্ষার্থীদের ক্যাম্প করে ভ্যাকসিন 


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লকের স্কুলে স্কুলে ক্যাম্প করে চলছে ১৫-১৮ বছরের ছাত্র ছাত্রীদের ভ্যাকসিন দেওয়ার কাজ। জামালপুর ব্লকেও বিভিন্ন স্কুলে চলছে ভ্যাসিন দেওয়ার কাজ। আজ বেরুগ্রাম আচার্য্য গিরিশ চন্দ্র বসু বিদ্যাপীঠে ক্যাম্প করে বেরুগ্রাম ও সাদিপুর হাই স্কুলের প্রায় ৬০০ জন ছাত্র ছাত্রী কোভ্যাক্সিনের প্রথম ডোজ নিলো। কোভিড বিধি মেনে সুন্দরভাবে আজকের এই ক্যাম্প থেকে ভ্যাকসিন দেওয়া হলো। ছিলেন ৮ জন স্বাস্থ্যকর্মী। 

আজকের এই ক্যাম্প পরিদর্শন করেন বিধায়ক অলোক কুমার মাঝি, বিডিও শুভঙ্কর মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক, বিডিএমও ফাল্গুনী মুখার্জী, মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ সুনীল ধারা সহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অয়নেন্দু বিষয়ী সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। ছিলেন সাদিপুর হাই স্কুলের শিক্ষকরা, ও এস আই অফিসের স্টাফ ভবসিন্ধু ঘোষ। স্বাস্থ্য কর্মীদের সাথে শিক্ষক শিক্ষিকারাও হাতেকলমে কাজ করেন ক্যাম্পটিকে সুষ্ঠ ভাবে সম্পন্ন করার জন্য।