Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

তৃণমূল প্রার্থীর নির্বাচনী প্রচারে কোভিড বিধি শিকেয়


 

তৃণমূল প্রার্থীর নির্বাচনী প্রচারে কোভিড বিধি শিকেয়


কাজল মিত্র, আসানসোল : কোভিড বিধি উপেক্ষা করেই তৃণমূল কংগ্রেস প্রার্থীর নির্বাচনী প্রচারে আলোড়ন ছড়িয়েছে। আসানসোল পৌর নিগম এলাকার ঘটনা। রবিবার আসানসোল পৌর নিগমের ৬১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী বাদল পুইতন্ডি এলাকায় ভোটের প্রচার করতে বেড়িয়েছিলেন। তবে কোভিড বিধি ভুলেই চলল নির্বাচনী প্রচার। অথচ শনিবারই রাজ্যের মন্ত্রী মলয় ঘটক আসানসোল পৌর নিগম নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ১০৬ জন প্রার্থীকে নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছিলেন প্রচারে পাঁচ জনের বেশি নয়। সেই বৈঠকে দলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি তথা বিধায়ক বিধান উপাধ্যায়, বিধায়ক নরেন চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। কিন্তু তৃণমূল প্রার্থীর প্রচারের শুরুতেই বিধিভঙ্গ হলো। আর এই নিয়েই শুরু হয়েছে চরম বিতর্ক।

তবে যাঁর প্রচার নিয়ে বিতর্কের সূত্রপাত তৃণমূল কংগ্রেসের সেই প্রার্থী বাদল পুইতন্ডি জানান,  তিনি কোভিড বিধি মেনে ভোটের প্রচার করেছেন। কিন্তু ওয়ার্ডের মানুষ এই প্রচারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উন্নয়নের সাথে সামিল হতেই প্রচার কর্মসূচিতে সামিল হয়েছেন। সব থেকে বড় কথা প্রচার কর্মসূচিতে কাউকে মানা করা যায়না। বলা যায়না প্রচারে তোমরা এসোনা। তবুও সকলকে অনুরোধ করছি। কারণ কোভিড বিধি মেনেই কমলোক জন নিয়ে ভোটের প্রচার শুরু করেছিলাম। তবে মমতা ব্যানার্জী পাশে থাকতে সকলে প্রচারে বেরিয়ে পড়ছে।