পূর্ব বর্ধমান জেলায় করোনা সংক্রমণ ২৪ ঘন্টায় প্রায় তিন গুণ

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

আগামী ৮ জুলাই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন, গণনা ১১ জুলাই # ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

পূর্ব বর্ধমান জেলায় করোনা সংক্রমণ ২৪ ঘন্টায় প্রায় তিন গুণ


 

পূর্ব বর্ধমান জেলায় করোনা সংক্রমণ ২৪ ঘন্টায় প্রায় তিন গুণ 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পূর্ব বর্ধমান জেলায় করোনা সংক্রমণের গ্রাফ ধীরে ধীরে বাড়ছে। গতগত একদিনের ব্যবধানে সংখ্যা তথ্যের নিরিখে স্বাস্থ্যকর্তাদের কপালে চিন্তার ভাঁজ। বছরের শেষ দিনে  ৩১ ডিসেম্বর আক্রান্তের সংখ্যা ছিল পূর্ব বর্ধমান জেলায় ১৫ জন। ঠিক ২৪ ঘন্টা পরে পূর্ব বর্ধমান জেলায় আক্রান্তের সংখ্যা ৪৮ জন। ২৪ ঘন্টায় এক লাফে সংক্রমণ তিন গুণ ছাড়িয়েছে। বর্ধমান পৌর এলাকায় সংক্রমণ ২৪ ঘন্টায় প্রায় আড়াই গুণ। স্বাভাবিকভাবেই জেলাবাসীর কাছে এই তথ্য দুশ্চিন্তারই বিষয়। 

গত ২৪ ঘন্টায় পূর্ব বর্ধমান জেলায় করোনা পজিটিভ ৪৮ জন।  এরমধ্যে বর্ধমান পৌর এলাকার রয়েছেন ১৭ জন। বাকিদের মধ্যে  ভাতাড় ব্লকে ২ জন, বর্ধমান ১ ব্লকে ২ জন, গলসি ১ ব্লকে ২ জামালপুর ব্লকে ১ জন, কালনা ১ ব্লকে ২ জন, কালনা পৌর এলাকায় ৩ জন, কাটোয়া ১ ব্লকে ১ জন, কাটোয়া পৌর এলাকায় ১ জন, মন্তেশ্বর ব্লকে ২ জন, মেমারি পৌর এলাকায় ১ জন, মেমারি ১ ব্লকে ৩ জন, পূর্বস্থলি ১ ব্লকে ১ জন, পূর্বস্থলি ২ ব্লকে ১ জন, কাটোয়া পৌর এলাকায় ১ জন, দাঁইহাট পৌর এলাকায় ১ জন এবং অন্য জেলা থেকে আসা ৯ জনের রিপোর্ট পজিটিভ হয়েছে। সব মিলিয়ে করোনা অতিমারি পরিস্থিতি অনেকটাই বেড়েছে। সরকারি বিধিনিষেধ কড়া না থাকার কারণেই এবং সাধারণ মানুষেরও স্বাস্থ্যবিধি উপেক্ষা করার ফলেই যে এই অবস্থা সেটা বলার অপেক্ষা রাখে না। সকলের কাছে অনুরোধ এবার অন্তত সাবধানে থাকুন। রাজ্য সরকারের বিধিনিষেধের সঙ্গে কোভিড স্বাস্থ্য বিধি মেনে চলুন। 


Post a Comment

0 Comments