বনরক্ষীদের প্রশিক্ষণ কর্মশালা ও সচেতনতা অনুষ্ঠান

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

বনরক্ষীদের প্রশিক্ষণ কর্মশালা ও সচেতনতা অনুষ্ঠান


 

বনরক্ষীদের প্রশিক্ষণ কর্মশালা ও সচেতনতা অনুষ্ঠান



কাজল মিত্র, পশ্চিম বর্ধমান : আসানসোল  দুর্গাপুর বন দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার বারাবনি ব্লকের গৌরান্ডি বিট অফিসে প্রায় ৫০ জন বনরক্ষী এবং বনকর্মীদের প্রশিক্ষণ  কর্মশালা অনুষ্ঠিত হয়। পাশাপাশি বন ও বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে সচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপনারায়ানপুর ফরেস্ট রেঞ্জ অফিসার চিরঞ্জীব সাহা, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের বন সংরক্ষণ কর্মাধ্যক্ষ পূজা মাড্ডি, জেলা পরিষদ সদস্য অসিত সিংহ, পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ সিংহ। সকলকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা এবং বরণ করেন দেবব্রত সৌ মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন গৌরান্ডি বিট অফিসার সুমন্ত দাস এবং সরিষাতলি বিট অফিসার  সহ অন্যান্য সকল বনকর্মীরা,  এছাড়াও গৌরান্ডি ফরেস্ট অফিসের এবং পার্শ্ববর্তী ফরেস্ট অফিস সরিষাতলি ফরেস্ট প্রটেকশন কমিটির (FPC) সদস্যরাও উপস্থিত ছিলেন।

এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল এলাকার মানুষজনকে বন্য জীবজন্তু কে রক্ষা করা এবং বনের গাছপালাকে রক্ষা করা এবং মানুষজনের কাছে অনুরোধ জানানো গাছ লাগানোর জন্য, অকারণে গাছ না কাটাতে। অন্য জীবজন্তুকে না মারার অনুরোধ করা হয়। কোন অপরিচিত জীবজন্তু গ্রামের আশেপাশে দেখা গেলে নিকটবর্তী বনদপ্তরে যোগাযোগ করতে বলা হয়।মানুষদের কাছে সচেতনামূলক বার্তা পৌঁছানোর জন্য জীবজন্তু কে রক্ষা করার এবং দিনের দিন গাছ পালা কেটে ফেলার ফলে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে এইজন্যে গাছপালা বেশি করে লাগানো ও বৃক্ষরোপণ প্রয়োজন।

একই সাথে করোনা মহামারী থেকে বাঁচতে সকলকে মুখে মাস্ক ব্যবহার করার অনুরোধ জানানো হয় ।


Post a Comment

0 Comments