জন্মবার্ষিকী পালনে স্বামীজির প্রতি শ্রদ্ধার্ঘ্য
গৌতম দাস, ভান্ডারডিহি : পূর্ব বর্ধমান জেলার বর্ধমান ১ নম্বর ব্লকের ভাণ্ডারডিহি রামকৃষ্ণ মিশন আশ্রমে স্বামী বিবেকানন্দের ১৫৯ তম জন্মবার্ষিকী পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান বাজেপ্রতাপপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের স্বামীজী মহারাজ, বর্ধমান ১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দেব নারায়ন গুহ সহ অন্যান্যরা। বুধবার স্বামী বিবেকানন্দর প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়েই অনুষ্ঠানের সুচনা হয় ।
সরকারি কোভিড বিধি মেনে সঙ্গীতানুষ্ঠান এবং আলোচনার মাধ্যমে স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।