বিডিএ'র চেয়ারপার্সন কাকলি তা গুপ্ত

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

বিডিএ'র চেয়ারপার্সন কাকলি তা গুপ্ত


 

বিডিএ'র চেয়ারপার্সন কাকলি তা গুপ্ত 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ধমান ডেভলপমেন্ট অথরিটির চেয়ারপার্সন মনোনীত হলেন তৃণমূল কংগ্রেসের বর্ধমান ১ ব্লকের সভানেত্রী তথা পঞ্চায়েত সমিতির সদস্য কাকলি তা গুপ্ত। রাজ্যের আরবান ডেভলপমেন্ট এন্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স দপ্তরের পক্ষ থেকে শুত্রুবার এই সম্বন্ধীয় এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের স্পেশাল সেক্রেটারি স্বাক্ষরিত সেই বিজ্ঞপ্তিতে বর্ধমান উন্নয়ন সংস্থার (বিডিএ) পরিচালন কমিটির নতুন সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। মোট ১০ সদস্যের বোর্ডে কাকলি তার গুপ্তকে চেয়ারপার্সন করা হয়েছে। অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন জেলা পরিষদের সভাধিপতি, জেলা শাসক, জেলা পুলিশ সুপার, বিধায়ক নিশীথ কুমার মালিক, বর্ধমান পৌরসভার প্রশাসক বিডিএ'র মুখ্য নির্বাহী আধিকারিক সহ অন্যান্যরা।

উল্লেখ্য বিডিএ'র চেয়ারম্যান ডঃ রবিরঞ্জন চট্টোপাধ্যায় প্রয়াত হওয়ার পর প্রায় তিন মাস এই পদটি ফাঁকা পড়েছিল। মাঝে অনেক নামই শোনা গিয়েছে। বিডিএ'র চেয়ারম্যান পদে বসার জন্য অনেকে দৌড় ঝাঁপও করেছেন। শেষ পর্যন্ত দল কাকলি তা গুপ্ত'র উপরই ভরসা রেখেছে। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে বিডিএ'র চেয়ারপার্সন হিসেবে কাকলি তা গুপ্ত'র নাম ঘোষণা করা হয়েছে।


Post a Comment

0 Comments