Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিডিএ'র চেয়ারপার্সন কাকলি তা গুপ্ত


 

বিডিএ'র চেয়ারপার্সন কাকলি তা গুপ্ত 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ধমান ডেভলপমেন্ট অথরিটির চেয়ারপার্সন মনোনীত হলেন তৃণমূল কংগ্রেসের বর্ধমান ১ ব্লকের সভানেত্রী তথা পঞ্চায়েত সমিতির সদস্য কাকলি তা গুপ্ত। রাজ্যের আরবান ডেভলপমেন্ট এন্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স দপ্তরের পক্ষ থেকে শুত্রুবার এই সম্বন্ধীয় এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের স্পেশাল সেক্রেটারি স্বাক্ষরিত সেই বিজ্ঞপ্তিতে বর্ধমান উন্নয়ন সংস্থার (বিডিএ) পরিচালন কমিটির নতুন সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। মোট ১০ সদস্যের বোর্ডে কাকলি তার গুপ্তকে চেয়ারপার্সন করা হয়েছে। অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন জেলা পরিষদের সভাধিপতি, জেলা শাসক, জেলা পুলিশ সুপার, বিধায়ক নিশীথ কুমার মালিক, বর্ধমান পৌরসভার প্রশাসক বিডিএ'র মুখ্য নির্বাহী আধিকারিক সহ অন্যান্যরা।

উল্লেখ্য বিডিএ'র চেয়ারম্যান ডঃ রবিরঞ্জন চট্টোপাধ্যায় প্রয়াত হওয়ার পর প্রায় তিন মাস এই পদটি ফাঁকা পড়েছিল। মাঝে অনেক নামই শোনা গিয়েছে। বিডিএ'র চেয়ারম্যান পদে বসার জন্য অনেকে দৌড় ঝাঁপও করেছেন। শেষ পর্যন্ত দল কাকলি তা গুপ্ত'র উপরই ভরসা রেখেছে। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে বিডিএ'র চেয়ারপার্সন হিসেবে কাকলি তা গুপ্ত'র নাম ঘোষণা করা হয়েছে।