চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

আলু চাষ পরিদর্শনে কৃষি অধিকর্তা


 

আলু চাষ পরিদর্শনে কৃষি অধিকর্তা 


অতনু হাজরা, জামালপুর :  বেশ কয়েকদিন আগের নিম্নচাপের বৃষ্টিতে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে ধান ও আলু চাষে। চাষিদের পুনরায় বসাতে হয়েছে আলু। ইতিমধ্যেই আবার আকাশ মেঘলা ও গত কাল হয়েছে হালকা বৃষ্টি, সাথে রয়েছে কুয়াশা। ফলে ধসা রোগে আক্রান্ত হবার সম্ভবনা রয়েছে আলুগাছের। তাই সেই অবস্থা সরেজমিনে দেখতে নিজে মাঠে মাঠে ঘুরলেন জামালপুর ব্লকের কৃষি অধিকর্তা সঞ্জিবুল ইসলাম। 

আজ তিনি পাঁচড়া পঞ্চায়েতের সারংপুর গ্রামের মাঠে গিয়ে চাষিদের সাথে কথা বলেন। তাঁর সাথে ছিলেন কৃষি সঞ্চালক জয়দেব দাস। তিনি চাষিদের এই অবস্থায় কি করা উচিত সে বিষয়ে পরামর্শ দেন। তিনি ব্লকের সকল চাষিদের আমাদের মাধ্যমে পরামর্শ দেন এই মুহূর্তে CYMOXANIL+ MANCOZEB ২.৫ গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করার করতে হবে। তাহলে ধসা রোগ  প্রতিরোধ করা সম্ভব হবে। প্রথমবার ক্ষতি কোনও রকমে সামলে দ্বিতীয়বার চাষ করে যদি ক্ষতির মুখে পড়তে হয়। তাহলে চাষিরা আর ঘুরে দাঁড়াতে পারবে কিনা সন্দেহ আছে।