Scrooling

আর জি কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে উত্তাল পশ্চিমবঙ্গ, প্রতিবাদ সর্বস্তরে # প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

আলু চাষ পরিদর্শনে কৃষি অধিকর্তা


 

আলু চাষ পরিদর্শনে কৃষি অধিকর্তা 


অতনু হাজরা, জামালপুর :  বেশ কয়েকদিন আগের নিম্নচাপের বৃষ্টিতে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে ধান ও আলু চাষে। চাষিদের পুনরায় বসাতে হয়েছে আলু। ইতিমধ্যেই আবার আকাশ মেঘলা ও গত কাল হয়েছে হালকা বৃষ্টি, সাথে রয়েছে কুয়াশা। ফলে ধসা রোগে আক্রান্ত হবার সম্ভবনা রয়েছে আলুগাছের। তাই সেই অবস্থা সরেজমিনে দেখতে নিজে মাঠে মাঠে ঘুরলেন জামালপুর ব্লকের কৃষি অধিকর্তা সঞ্জিবুল ইসলাম। 

আজ তিনি পাঁচড়া পঞ্চায়েতের সারংপুর গ্রামের মাঠে গিয়ে চাষিদের সাথে কথা বলেন। তাঁর সাথে ছিলেন কৃষি সঞ্চালক জয়দেব দাস। তিনি চাষিদের এই অবস্থায় কি করা উচিত সে বিষয়ে পরামর্শ দেন। তিনি ব্লকের সকল চাষিদের আমাদের মাধ্যমে পরামর্শ দেন এই মুহূর্তে CYMOXANIL+ MANCOZEB ২.৫ গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করার করতে হবে। তাহলে ধসা রোগ  প্রতিরোধ করা সম্ভব হবে। প্রথমবার ক্ষতি কোনও রকমে সামলে দ্বিতীয়বার চাষ করে যদি ক্ষতির মুখে পড়তে হয়। তাহলে চাষিরা আর ঘুরে দাঁড়াতে পারবে কিনা সন্দেহ আছে।