Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অনাড়ম্বর ভাবেই পালিত হলো বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস


 

অনাড়ম্বর ভাবেই পালিত হলো বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস 


অতনু হাজরা, জামালপুর : আজকের দিনে ১৯৫১ সালে প্রতিষ্ঠা হয় পূর্ব বর্ধমান জেলার জামালপুরের বেরুগ্রামে বেরুগ্রাম আচার্য্য গিরিশ চন্দ্র বসু বিদ্যাপীঠ। দেখতে দেখতে ৭০ বছর পেরিয়ে ৭১ এ পা দিল বিদ্যালয়। ইতিহাস বিখ্যাত ব্যক্তিত্ব গিরিশ চন্দ্র বসু, যিনি এই বেরুগ্রামেই জন্মগ্রহণ করেন। ভারতের বিশেষত বাংলার স্বাধীনতা আন্দোলনে তাঁর বিশেষ ভূমিকা ছিল। কলকাতায় প্রতিষ্ঠা করেছিলেন বঙ্গবাসী কলেজ। তাঁরই সুযোগ্য পুত্র প্রশান্ত কুমার বসু বিদ্যালয়কে তাঁদের স্থাবর সম্পত্তির অনেকটাই দান করে যান। বিদ্যালয়ে তাঁর আবক্ষমূর্তিও বসানো আছে। আজ গিরিশ চন্দ্র বসু, প্রশান্ত কুমার বসুর প্রতিকৃতিতে ও প্রশান্ত কুমার বসুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শেখ নূর আলী, বিপ্লব ঘোষ, দেবাশীষ মালিক, ভোলানাথ নস্কর, সোমা হালদার, লক্ষীরানী দে, মঙ্গল মুর্মু সহ মিড ডে মিল নিতে আসা কিছু অভিভাবক। শিক্ষক-শিক্ষিকারা তাঁদের  বক্তব্যে শ্রদ্ধার সঙ্গে এই দুই মনীষিকে স্মরণ করেন।