চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # বাংলার চিকিৎসক উজ্জ্বল পোদ্দার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেরার তালিকায় #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

অনাড়ম্বর ভাবেই পালিত হলো বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস


 

অনাড়ম্বর ভাবেই পালিত হলো বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস 


অতনু হাজরা, জামালপুর : আজকের দিনে ১৯৫১ সালে প্রতিষ্ঠা হয় পূর্ব বর্ধমান জেলার জামালপুরের বেরুগ্রামে বেরুগ্রাম আচার্য্য গিরিশ চন্দ্র বসু বিদ্যাপীঠ। দেখতে দেখতে ৭০ বছর পেরিয়ে ৭১ এ পা দিল বিদ্যালয়। ইতিহাস বিখ্যাত ব্যক্তিত্ব গিরিশ চন্দ্র বসু, যিনি এই বেরুগ্রামেই জন্মগ্রহণ করেন। ভারতের বিশেষত বাংলার স্বাধীনতা আন্দোলনে তাঁর বিশেষ ভূমিকা ছিল। কলকাতায় প্রতিষ্ঠা করেছিলেন বঙ্গবাসী কলেজ। তাঁরই সুযোগ্য পুত্র প্রশান্ত কুমার বসু বিদ্যালয়কে তাঁদের স্থাবর সম্পত্তির অনেকটাই দান করে যান। বিদ্যালয়ে তাঁর আবক্ষমূর্তিও বসানো আছে। আজ গিরিশ চন্দ্র বসু, প্রশান্ত কুমার বসুর প্রতিকৃতিতে ও প্রশান্ত কুমার বসুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শেখ নূর আলী, বিপ্লব ঘোষ, দেবাশীষ মালিক, ভোলানাথ নস্কর, সোমা হালদার, লক্ষীরানী দে, মঙ্গল মুর্মু সহ মিড ডে মিল নিতে আসা কিছু অভিভাবক। শিক্ষক-শিক্ষিকারা তাঁদের  বক্তব্যে শ্রদ্ধার সঙ্গে এই দুই মনীষিকে স্মরণ করেন।


Post a Comment

0 Comments