চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

আলু চাষের হালহকিকত পরিদর্শনে রাজ্যের কৃষি দপ্তরের প্রতিনিধিদল


 

আলু চাষের হালহকিকত পরিদর্শনে রাজ্যের কৃষি দপ্তরের প্রতিনিধিদল 


অতনু হাজরা, জামালপুর : অতি সাম্প্রতিক  নিম্নচাপের বৃষ্টিতে আলু এবং ধান চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। আলু চাষের পুরোটাই নষ্ট হয়ে গেছে। নতুন করে চাষিদের আলু বসাতে হয়েছে। ইতিমধ্যেই আবার দুদিন আকাশের মুখ ভার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি এর পাশাপাশি কুয়াশা। কিছুদিন আগে হয়ে যাওয়া নিম্নচাপ ও বৃষ্টিতে পূর্ব বর্ধমান জেলার অন্যান্য কয়েকটি ব্লকের সাথে জামালপুর ব্লকেও আলু ও ধান চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। অথচ পূর্ব বর্ধমান জেলায় আলু উৎপাদনে জামালপুর অন্যতম।  বর্তমানে জামালপুরে আলু চাষের কি অবস্থা তা সরেজমিনে  দেখতে উপস্থিত হন জয়েন্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার (পিপি এন্ড কিউসি) ওয়েস্ট বেঙ্গল, ডিডিএ(পিপি এন্ড কিউসি) ওয়েস্ট বেঙ্গল। 

তাঁদের সাথে উপস্থিত ছিলেন জামালপুর ব্লকের কৃষি অধিকর্তা সঞ্জিবুল ইসলাম, কৃষি সঞ্চালক জয়দেব দাস সহ অন্যান্যরা। শুক্রবার তাঁরা পাঁচড়া গ্রামপঞ্চায়েতের সারংপুর মৌজায় বেশ কয়েকটি জায়গার মাঠে গিয়ে চাষিদের সাথে কথা বলেন। এই পরিস্থিতিতে আলুতে ধসা রোগ আসতে পারে, সেই কারণে তাঁরা চাষীদের পরামর্শ দেন প্রোফাইল একটিভ মেজর হিসাবে ম্যাঙ্কজেভ অথবা হাইমোগজনীল এবং ম্যাঙ্কজেভ ব্যবহার করতে। তাঁরা প্রত্যেক চাষিদের সাথে  আলাদা করে কথা বলেন। তাঁরা উপস্থিত সকল চাষীদের ও তাদের মাধ্যমে অন্যান্য চাষীদেরও বীমা করবার কথা বলেন। রাজ্যের কৃষি আধিকারিকদের কাছে পেয়ে এবং তাঁদের কাছ থেকে পরামর্শ পেয়ে খুবই খুশি চাষীরা। তবে দুদিন ধরে চলা দুর্যোগে আতঙ্কগ্রস্ত চাষীরা।