Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জাতীয় সড়কে লরির ধাক্কায় দুই বাইক আরোহীর মৃত্যু


 

জাতীয় সড়কে লরির ধাক্কায় দুই বাইক আরোহীর মৃত্যু 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : জাতীয় সড়কে ভয়াবহ  দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই  বাইক আরোহীর। আজ ঘটনাটি ঘটেছে গলসি থানার মানিক বাজার মোড় এলাকায়। জানা গেছে, এদিন মোটরসাইকেলে চড়ে দু'জন স্থানীয় ঝাড়ুল গ্রামের দিক থেকে এসে প্রথম লেন পার করে আচমকাই দুর্গাপুরের দিকের জাতীয় সড়কে উঠে পড়ে। সেই সময় বর্ধমানের দিক থেকে আসা দুর্গাপুরগামী একটি ১২ চাকার লরি নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেল টিতে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে বাইক থেকে ছিটকে পড়ে যায় দু'জনই। ঘটনাস্থলেই দুই বাইক আরোহীর মৃত্যু হয়েছে। তবে  বাইকটি আটকে যায় লরির নীচে। এই ভাবে কিছুটা পথ যেতেই  চলন্ত অবস্থায় রাস্তার সঙ্গে ঘর্ষণে মোটর সাইকেল টিতে আগুন ধরে যায়। আর সেই আগুন নিমেষের মধ্যেই ছড়িয়ে পড়ে লরিতেও। দাউ দাউ করে জ্বলতে শুরু করে লরিটি। তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে গলসি থানার পুলিশ ও দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে।