Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জাতীয় সড়কে লরির ধাক্কায় দুই বাইক আরোহীর মৃত্যু


 

জাতীয় সড়কে লরির ধাক্কায় দুই বাইক আরোহীর মৃত্যু 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : জাতীয় সড়কে ভয়াবহ  দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই  বাইক আরোহীর। আজ ঘটনাটি ঘটেছে গলসি থানার মানিক বাজার মোড় এলাকায়। জানা গেছে, এদিন মোটরসাইকেলে চড়ে দু'জন স্থানীয় ঝাড়ুল গ্রামের দিক থেকে এসে প্রথম লেন পার করে আচমকাই দুর্গাপুরের দিকের জাতীয় সড়কে উঠে পড়ে। সেই সময় বর্ধমানের দিক থেকে আসা দুর্গাপুরগামী একটি ১২ চাকার লরি নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেল টিতে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে বাইক থেকে ছিটকে পড়ে যায় দু'জনই। ঘটনাস্থলেই দুই বাইক আরোহীর মৃত্যু হয়েছে। তবে  বাইকটি আটকে যায় লরির নীচে। এই ভাবে কিছুটা পথ যেতেই  চলন্ত অবস্থায় রাস্তার সঙ্গে ঘর্ষণে মোটর সাইকেল টিতে আগুন ধরে যায়। আর সেই আগুন নিমেষের মধ্যেই ছড়িয়ে পড়ে লরিতেও। দাউ দাউ করে জ্বলতে শুরু করে লরিটি। তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে গলসি থানার পুলিশ ও দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে।