জাতীয় সড়কে লরির ধাক্কায় দুই বাইক আরোহীর মৃত্যু

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

জাতীয় সড়কে লরির ধাক্কায় দুই বাইক আরোহীর মৃত্যু


 

জাতীয় সড়কে লরির ধাক্কায় দুই বাইক আরোহীর মৃত্যু 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : জাতীয় সড়কে ভয়াবহ  দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই  বাইক আরোহীর। আজ ঘটনাটি ঘটেছে গলসি থানার মানিক বাজার মোড় এলাকায়। জানা গেছে, এদিন মোটরসাইকেলে চড়ে দু'জন স্থানীয় ঝাড়ুল গ্রামের দিক থেকে এসে প্রথম লেন পার করে আচমকাই দুর্গাপুরের দিকের জাতীয় সড়কে উঠে পড়ে। সেই সময় বর্ধমানের দিক থেকে আসা দুর্গাপুরগামী একটি ১২ চাকার লরি নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেল টিতে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে বাইক থেকে ছিটকে পড়ে যায় দু'জনই। ঘটনাস্থলেই দুই বাইক আরোহীর মৃত্যু হয়েছে। তবে  বাইকটি আটকে যায় লরির নীচে। এই ভাবে কিছুটা পথ যেতেই  চলন্ত অবস্থায় রাস্তার সঙ্গে ঘর্ষণে মোটর সাইকেল টিতে আগুন ধরে যায়। আর সেই আগুন নিমেষের মধ্যেই ছড়িয়ে পড়ে লরিতেও। দাউ দাউ করে জ্বলতে শুরু করে লরিটি। তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে গলসি থানার পুলিশ ও দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে।


Post a Comment

0 Comments