অবৈধ কয়লা বোঝাই ১৪টি ট্রাক আটক
কাজল মিত্র, কুলটি : আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশের বড়োসড় সাফল্য। কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ গোপনসূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ঝাড়খন্ড থেকে আসা অবৈধ কয়লা বোঝাই ১৪টি ট্রাক আটক করে।একই সাথে ট্রাকের চালককেও আটক করা হয় বলে পুলিশসূত্রে খবর। এই অবৈধ কয়লা বোঝাই ট্রাকগুলো ঝাড়খন্ড থেকে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিলো বলে জানা গেছে।